ধোনির সঙ্গে সেলফি তুলতে লন্ডনের রাস্তায় দৌড়াদৌড়ি
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেক আগেই। এখন শুধু আইপিএলেই খেলেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের মৌসুম না থাকলে তাঁর হাতে অনেক সময় থাকে। এ কারণেই অবসর কাটাতে যেখানে খুশি চলে যেতে পারেন, চলেও যান ভারতের সাবেক অধিনায়ক।
ধোনি এই মুহূর্তে আছেন ইংল্যান্ডে। স্ত্রী–সন্তান আর বন্ধুবান্ধবসহ সেখানেই উদ্যাপন করেছেন নিজের ৪১তম জন্মদিন। ভারতের সাবেক অধিনায়ক ইংল্যান্ডের বিপক্ষে ভারতের খেলা দেখতে লর্ডস ও ওভালেও চলে গিয়েছিলেন। তাঁকে দেখা গেছে অল ইংল্যান্ড ক্লাবের গ্যালারিতেও, উইম্বলডন উপভোগ করছিলেন।
এরপর তাঁকে দেখা গেছে লন্ডনের রাস্তায় ভক্তদের ভিড় এড়াতে দু–তিনজন লোকের সহায়তায় দ্রুত হেঁটে যাচ্ছেন। তাঁর পেছনে প্রায় দৌড়ে যাচ্ছিল ভক্তদের একটি দল। উদ্দেশ্য ছিল, প্রিয় তারকার সঙ্গে সেলফি তুলবেন। ধোনি কোথাও থামেননি, ভক্তরা তাই দৌড়ে তাঁর পাশে আর সামনে গিয়ে হাঁটতে হাঁটতেই সেলফি তুলেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ধোনিকে নিরাপদে নিয়ে গাড়িতে তুলে দিয়েছেন কয়েকজন। গাড়ি ছেড়ে যাওয়ার সময় কিছু ভক্ত সেখানে ভিড় করে ছিলেন এবং কেউ কেউ একটু দূর পর্যন্ত গাড়ি পেছনেও ছুটেছেন।
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচে লর্ডস ও ওভালের গ্যালারিতে ভারতের সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, সুরেশ রায়না ও হরভজন সিংকেও দেখা গেছে। আজ ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি খেলবে ভারত।