‘পরীক্ষা’য় ফেলের পর দেশে ফিরে যাচ্ছেন অস্ট্রেলিয়ার ৫ জন

জস হ্যাজলউডকে ভারত সফরে আর পাচ্ছে না অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারও ফিরে যেতে পারেন অস্ট্রেলিয়ায়ছবি: টুইটার

নাগপুরে ইনিংস ও ১৩২ রান আর দিল্লি টেস্টে ৬ উইকেট—ভারতের কাছে প্রথম দুই টেস্টেই বড় ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। এর চেয়েও বাজে ব্যাপার, দুটি ম্যাচই তিন দিনের মধ্যে হেরেছেন প্যাট কামিন্সরা। যেটিকে স্বয়ং অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডই ‘পরীক্ষায় ফেল’ বলে মন্তব্য করেছেন।

আরও পড়ুন

তবে বোর্ডার–গাভাস্কার ট্রফি খেলতে এসে অস্ট্রেলিয়ার দুর্ভোগ এখানেই শেষ হচ্ছে না। চার টেস্ট সিরিজের মাঝপথে এবার খেলোয়াড়ও হারাতে শুরু করেছে তারা। গোড়ালির চোট নিয়ে ভারতে পা রেখেছিলেন জশ হ্যাজলউড।

আশা ছিল, প্রথম টেস্ট যদি না–ও খেলতে পারেন, পরের তিন টেস্টে তাঁকে পাওয়া যাবে। কিন্তু দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পরদিন জানা গেল, এই সফরে মাঠে নামার আর সম্ভাবনা নেই তাঁর। ৩২ বছর বয়সী এই পেসারকে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

অস্ট্রেলিয়ার ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, ভারত থেকে ফেরত পাঠানো হচ্ছে ডেভিড ওয়ার্নারকেও। বাঁহাতি এ ওপেনার দিল্লি টেস্টের প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজের বলে মাথায় আঘাত পান। কনকাশনের কারণে দিল্লি টেস্টের দ্বিতীয় ইনিংসে আর ব্যাটিং করা হয়নি তাঁর। এর পাশাপাশি কনুইয়েও আঘাত পান তিনি। দিল্লি টেস্টে কনকাশন বদলি হিসেবে খেলেন ম্যাট রেনশ।

সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, ওয়ার্নার, হ্যাজলউডের সঙ্গে অস্ট্রেলিয়ার বিমানে চড়তে পারেন ম্যাট রেনশ আর অ্যাস্টন অ্যাগারও। তবে এই দুজনের ফেরার কারণ স্পষ্ট করা হয়নি।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন

ফক্স স্পোর্টসের খবরে বলা হয়, ছোটখাটো চোট–সমস্যা আছে টড মারফিরও। নাগপুরে টেস্ট অভিষেক হওয়া এই অফ স্পিনার প্রথম দুই ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। ঝুঁকি না নিতে লেগ স্পিনার মিচেল সোয়েপসনকে দ্রুত ভারতে ফিরিয়ে আনা হচ্ছে। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে দ্বিতীয় টেস্টের আগে ভারত ছেড়েছিলেন তিনি।

দিল্লি টেস্ট তিন দিনে শেষ হয়ে যাওয়ায় পরবর্তী ম্যাচের আগে বিরতি পড়েছে ১০ দিনের। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এক বিবৃতিতে বলা হয়েছে, পারিবারিক কারণে সিডনিতে ফিরছেন অধিনায়ক। ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শন করে বিস্তারিত কারণ জানায়নি সিএ।

তৃতীয় টেস্ট শুরুর আগেই কামিন্স ভারতে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। ক্রিকইনফো জানিয়েছে, ডানহাতি এ পেসার সময়মতো ফিরতে না পারলে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন সহঅধিনায়ক স্টিভেন স্মিথ। ২০২১ সালে কামিন্স টেস্ট অধিনায়ক হওয়ার পর দুই দফায় তাঁর অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেছেন স্মিথ।