২০ বছর পর পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ

পাকিস্তান সর্বশেষ ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছে ২০০৪ সালেশামসুল হক

২০ বছর পর পাকিস্তানে হতে যাচ্ছে ত্রিদেশীয় কোনো সিরিজ। পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় এই ওয়ানডে সিরিজে খেলবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আগামী বছর চ্যাম্পিয়নস ট্রফির আগে ফেব্রুয়ারিতে হওয়ার কথা এই ত্রিদেশীয় সিরিজটি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সিরিজ আয়োজনে আইসিসির পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, আজ দুবাইয়ে পিসিবি চেয়্যারম্যান মহসিন নাকভি, দক্ষিণ আফ্রিকার লসন নাইডো ও নিউজিল্যান্ডের রজার টুজের মধ্যে সফল আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাকিস্তান ক্রিকেট দল
এএফপি

পাকিস্তানে সর্বশেষ আইসিসি ইভেন্ট হয়েছে সেই ১৯৯৬ সালে। আগামী বছর পাকিস্তান ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে চায়। পিসিবি চেয়্যারম্যান মহসিন নাকভি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যকার ত্রিদেশীয় সিরিজটি রোমাঞ্চকর হবে, অনেক দিন পর পাকিস্তান এমন টুর্নামেন্ট আয়োজন করবে। পিসিবি ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের অপেক্ষায় আছে, ঘরের মাঠে সেরা ৮ দলের টুর্নামেন্টের আয়োজক হওয়া অত্যন্ত আনন্দের।’

আরও পড়ুন

পাকিস্তান সর্বশেষ ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছে ২০০৪ সালে। যে টুর্নামেন্টে পাকিস্তানের সঙ্গে ছিল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে হামলার ঘটনার পর ২০২০ সালে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরে। আগামী মাসেও পাকিস্তানে ৫ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাবে নিউজিল্যান্ড। গত বুধবার এই তথ্য জানিয়েছে পিসিবি।

একটা সময় ছিল, যখন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খুব হতো। কিন্তু ক্রিকেটে সর্বশেষ ওয়ানডে সিরিজটি হয়েছে ২০১৯ সালে, সে বছরের মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সেই সিরিজে খেলেছিল বাংলাদেশ, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।