ধর্মশালা টেস্টেও খেলা হচ্ছে না রাহুলের

লোকেশ রাহুলবিসিসিআই

চোটের নামটা বেশ ভারী—‘কোয়াড্রিসেপ টেন্ডন ইনজুরি’। ব্যথা তো হয়ই, পাশাপাশি হাঁটু সোজা করে টান করাও খুব কঠিন হয়ে পড়ে এই চোটে। লোকেশ রাহুল এই চোটে ভোগায় ইংল্যান্ডের বিপক্ষে চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ টেস্টে খেলতে পারেননি। খেলেছিলেন শুধু হায়দরাবাদে প্রথম টেস্টে।

ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ধর্মশালায় ৭ মার্চ থেকে শুরু হতে যাওয়া সিরিজের পঞ্চম ও শেষ টেস্টেও খেলা হচ্ছে না রাহুলের। চোটের চিকিৎসা করাতে ভারতের এই উইকেটকিপার-ব্যাটসম্যান এখন লন্ডনে আছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

আরও পড়ুন

রাহুলের দিকে তাকিয়ে আছে তাঁর আইপিএল দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসও। ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএলের নতুন মৌসুম। মাঝে এক দিন পর ২৪ মার্চ মাঠে নামবে লক্ষ্ণৌ। এর আগেই রাহুলের সুস্থ হয়ে ওঠার আশায় রয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

হায়দরাবাদ টেস্টে ভারতের হারের পর ঊরুতে ব্যথা অনুভবের কথা টিম ম্যানেজমেন্টকে জানান রাহুল। বেঙ্গালুরুতে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) তাঁকে পুনর্বাসনে রেখে চিকিৎসা শুরু করা হয়। তখন বলা হয়েছিল, ১৫ ফেব্রুয়ারি রাজকোটে সিরিজের চতুর্থ টেস্টের আগেই সুস্থ হয়ে উঠবেন রাহুল। নির্বাচকেরাও সুস্থ হয়ে ওঠার শর্তসাপেক্ষে তাঁকে টেস্ট স্কোয়াডে রেখেছিলেন।

পায়ের চোটে ভুগছেন রাহুল
এএফপি

কিন্তু রাজকোটে যেতে পারেননি রাহুল। ঊরুতে শতভাগ স্বস্তি অনুভব করেননি সে সময়। যদিও এনসিএ স্ক্যান রিপোর্টে বিপজ্জনক কিছু ধরা পড়েনি। লন্ডনের বিশেষজ্ঞরা এই চোট নিয়ে রিপোর্ট দেওয়ার পর ক্রিকেটে ফিরতে এনসিএর অনুমোদন লাগবে রাহুলের।

আরও পড়ুন

গত বছর আইপিএলে ঊরুর কোয়াড্রিসেপ থেকে টেন্ডন (তন্তু) ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হয়েছিল রাহুলকে। সেবারের আইপিএলে আর খেলা হয়নি তাঁর। খেলতে পারেননি গত বছর জুনে অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও। এশিয়া কাপ দিয়ে মাঠে ফিরেছিলেন রাহুল। এরপর বিশ্বকাপ শুরুর আগে বিসিসিআই ডট টিভিকে রাহুল বলেছিলেন, এই চোটের মানসিক ধাক্কা মারাত্মক। চোটের কারণে আর কখনো আত্মবিশ্বাসী অনুভব করবেন কি না, তা নিয়েও নিজের সন্দেহের কথা জানিয়েছিলেন রাহুল।

পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজে ৩-১ ব্যবধানে জয় আগেই নিশ্চিত করেছে ভারত।

আরও পড়ুন