ছবিতে ছবিতে স্মৃতি–জেমাইমাদের বিশ্বকাপ জয়ের আনন্দ

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ভারতের নারী ক্রিকেট দল। শিরোপা জয়ের পর দলটির উদ্‌যাপনও হয়েছে বাঁধনহারা। ম্যাচ শেষে আনন্দ ছড়িয়ে পড়েছে রাজপথ থেকে হোটেলকক্ষ পর্যন্ত। ছবিতে ছবিতে ভারতীয় নারী ক্রিকেট দলের উদ্‌যাপনের সেই মুহূর্তগুলো দেখে নেওয়া যাক।
১ / ১০
শেষ ব্যাটার হিসেবে আউট হলেন দক্ষিণ আফ্রিকার নাদিন ডি ক্লার্ক। দীপ্তি শর্মার বলে ক্লার্কের ক্যাচ ধরার পর এভাবেই উদ্‌যাপনে মেতে ওঠেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। এই ক্যাচ থেকেই শুরু হয় ভারতের বিশ্বকাপ জয়ের উৎসব
রয়টার্স
২ / ১০
চোটের কারণে সেমিফাইনাল ও ফাইনালে খেলতে পারেননি ভারতীয় ওপেনার প্রতীকা রাওয়াল। তবে দলের সঙ্গে উদ্‌যাপনে অংশ নিতে হুইলচেয়ারে বসেই নেমে এলেন মাঠে
রয়টার্স
৩ / ১০
ট্রফিসহ দলের উদ্‌যাপনকে এভাবেই ক্যামেরাবন্দী করে রাখলেন ভারতীয় ব্যাটার জেমাইমা রদ্রিগেজ
রয়টার্স
৪ / ১০
শিরোপা জয়ের পর ট্রফি নিয়ে উদ্‌যাপনের এক ট্রেডমার্ক মুহূর্ত
রয়টার্স
৫ / ১০
পতাকা হাতে দলের উদ্‌যাপনের অংশ হতে মাঠে ঢুকেছেন ভারতের কোচ অমল মজুমদার (ডানে)
রয়টার্স
৬ / ১০
ভারতের বিশ্বকাপ জয়ের পর দিল্লিতে গাড়ির বনেটে বসে পতাকা হাতে উদ্‌যাপন করছেন এক নারী
রয়টার্স
৭ / ১০
দিল্লির রাস্তায় এভাবেই শিরোপা জয় উদ্‌যাপন করেছেন ভারতীয়রা
রয়টার্স
৮ / ১০
বিশ্বকাপ জয়ে নারী দলকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। দীর্ঘ ক্যাপশনের শুরুতে তিনি লিখেছেন, ‘মেয়েরা ইতিহাস গড়েছে, আর একজন ভারতীয় হিসেবে এর চেয়ে বেশি গর্বিত আমি হতে পারতাম না। বহু বছরের পরিশ্রম অবশেষে বাস্তবে রূপ নিতে দেখা সত্যিই অসাধারণ’
ইনস্টাগ্রাম
৯ / ১০
বিশ্বজয়ী নারীদের অভিনন্দন বার্তা দিয়েছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারও। তিনি লিখেছেন, ‘১৯৮৩ (ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দল) একটি প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্নের পেছনে ছুটতে অনুপ্রাণিত করেছিল। আজ আমাদের নারী ক্রিকেট দল যা করেছে, সত্যিই অসাধারণ। তারা দেশের অসংখ্য কিশোরীকে অনুপ্রাণিত করেছে ব্যাট-বল হাতে তুলে নিতে, মাঠে নামতে এবং বিশ্বাস করতে যে একদিন তারাও সেই ট্রফি উঁচিয়ে ধরতে পারবে’
ইনস্টাগ্রাম
১০ / ১০
বিশ্বকাপ ট্রফি বিছানার মাঝে রেখে দুই পাশে স্মৃতি মান্ধানা ও জেমাইমা রদ্রিগেজ। এই ছবির ক্যাপশনে জেমাইমা লিখেছেন, ‘শুভ সকাল পৃথিবী’
ইনস্টাগ্রাম