১১ রান করেই ভারতীয় ক্রিকেটের বড় রেকর্ডে রোহিত

কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ছক্কা মেরেই কোহলিকে ভারতের ক্রিকেটের একটি রেকর্ড থেকে ছিটকে ফেলেছেন রোহিতছবি: এএফপি

খুব বেশিক্ষণ তিনি ক্রিজে থাকতে পারেননি। মাত্র ৫ বলই খেলেছেন, করেছেন ১১ রান। এরপর পিঠের চোট নিয়ে আহত অবসর হয়ে মাঠের বাইরে চলে গেছেন। কিন্তু যাওয়ার আগে ভারতের একটি টি-টোয়েন্টি রেকর্ড নিজের করে নিয়েছেন রোহিত শর্মা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কাল তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জিতেছে ভারত। এই জয়ে ৫ বলে ১১ রান করার পথে একটি ছয় ও একটি চার মারেন রোহিত। ছয়টি মেরেই তিনি রেকর্ড বইয়ে ছাড়িয়ে গেছেন বিরাট কোহলিকে।

টি–টোয়েন্টিতে ভারতের অধিনায়ক হিসেবে ৬০টি ছক্কা মেরেছেন রোহিত
ছবি: এএফপি

ভারতের অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে এটি ছিল রোহিতের ৬০তম ছক্কা। ভারতের কোনো অধিনায়ক টি-টোয়েন্টিতে এর চেয়ে বেশি ছয় মারেননি। এত দিন রেকর্ডটা ছিল কোহলির। ভারতের অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে ৫৯টি ছয় মেরেছেন তিনি। ভারতের অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মহেন্দ্র সিং ধোনি ছয় মেরেছিলেন ৩৪টি।

কোহলির চেয়ে কম ইনিংস খেলেই তাঁকে ছাড়িয়ে গেছেন রোহিত। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে ৫৯টি ছক্কা মারতে কোহলিকে খেলতে হয়েছে ৫০টি ইনিংস। রোহিত ৬০টি ছয় মেরেছেন মাত্র ৩৪ ইনিংসে।

ভারতের ব্যাটসম্যান বিরাট কোহলি
ছবি: রয়টার্স

ভারত দলের কর্মকর্তা বা সমর্থকদের কাছে অবশ্য এই রেকর্ডের চেয়ে বড় ব্যাপার এখন রোহিতের চোট। রোহিতের চোট কতটা গুরুতর, তা এখনই জানাতে পারছে না ভারত দলের চিকিৎসকেরা। আগামী মাসের জিম্বাবুয়ে সফর থেকে বিশ্রাম নেওয়া রোহিতকে আপাতত পর্যবেক্ষণে রাখার কথা বলেছেন তাঁরা।

রোহিত দ্রুতই আহত অবসর হয়ে মাঠ ছাড়লে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে ভারতের খুব বেশি সমস্যা হয়নি। সূর্যকুমার যাদবের ৪৪ বলে ৭৬ রানের ইনিংসে সহজ জয়ই পেয়েছে ভারত। ১ ওভার হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজের ১৬৪ রান টপকে গেছে তারা মাত্র ৩ উইকেট হারিয়ে।