টি–টোয়েন্টিতে সর্বোচ্চ শতক: রোহিত–ম্যাক্সওয়েলদের সঙ্গে যেখানে দাভিজি, ফাহিমও

ফাহিম নাজির(বাঁয়ে), সাবাউন দাভিজিছবি: সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি শতকের মালিক এখন দুজন—রোহিত শর্মা ও গ্লেন ম্যাক্সওয়েল। রোহিত চতুর্থ শতক তুলে নেন পাঁচ বছর আগে। ২০১৮ সালে লক্ষ্ণৌতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১১ রান করেছিলেন রোহিত।

ম্যাক্সওয়েল এই সংস্করণে সর্বশেষ শতকটি করেন গতকাল ভারতের বিপক্ষে, সেটি টি-টোয়েন্টিতে তাঁর চতুর্থ শতক। তিনটি করে শতক আছে বাবর আজম, সূর্যকুমার যাদব, কলিন মানরোদের।

আরও পড়ুন

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ শতকের তালিকায় কিছু নাম অপরিচিত লাগতে পারে। এই যেমন চেক প্রজাতন্ত্রের সাবাউন দাভিজি। এই ওপেনার দেশের হয়ে ৩১ টি-টোয়েন্টিতে শতক করেছেন তিনটি। তাঁর তিনটি শতক এসেছে মাল্টা, বুলগেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে। সার্বিয়ার এলএ দুনবারের শতক দুটি। ২৩ ম্যাচ খেলা এই ব্যাটসম্যানের দুটি শতকই বুলগেরিয়ার বিপক্ষে। দুটি শতক আছে সুইজারল্যান্ডের ফাহিম নাজিরের।

প্রথম আলো

চারটি শতকের মধ্যে ম্যাক্সওয়েলের তিনটি শতকই এসেছে রান তাড়ায়। রান তাড়ায় টি-টোয়েন্টিতে যা সর্বোচ্চ। ম্যাক্সওয়েলের দুটি শতক এসেছে ভারত ও একটি ইংল্যান্ডের বিপক্ষে।

প্রথম আলো
আরও পড়ুন