ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ২ বছর পর হেটমায়ার

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার শিমরন হেটমায়ারছবি: টুইটার

ওয়েস্ট ইন্ডিজের জন্য নতুন এক শুরুই বলতে হবে। বিশ্বকাপ বাছাইপর্বে ভরাডুবিতে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারবে না প্রথম দুই বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

সেই ট্রাজেডির পর প্রথমবার ওয়ানডে ক্রিকেটে খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ জনের দল দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। সেই দলে দুই বছর পর ফিরেছেন শিমরন হেটমায়ার, ফিরেছেন পেসার ওশান টমাসও।

এরপরও পূর্ণ শক্তির দল পাচ্ছেন না কোচ ড্যারেন সামি। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে পাচ্ছে না নিকোলাস পুরান ও জেসন হোল্ডারকেও। এ ছাড়া চোটের কারণে নেই পেসার কিমো পল। চোট কাটিয়ে ফিরেছেন জেইডেন সিলস ও ইয়ানিক কারিয়াহ। বাঁহাতি স্পিনার গুড়াকেশ মোতিকেও ফেরানো হয়েছে।

আরও পড়ুন

হেটমায়ার ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষ ওয়ানডে খেলেছেন ২০২১ সালের জুলাইয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে তাঁকে দলে নেয়নি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ, যা নিয়ে তখন সমালোচনা কম হয়নি। হয়তো নতুন শুরুর ভাবনায় আছেন বলেই আবারও ওয়ানডে দলে ডাক পেয়েছেন হেটমায়ার। পেসার টমাস শেষ ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন ২০২১ সালের ডিসেম্বরে।

দলে নেই পুরান
ফাইল ছবি: এএফপি

ফিটনেসের কারণে দলে ছিলেন না এই পেসার। চলতি বছরও কোনো প্রতিযোগিতাপূর্ণ ম্যাচে খেলেননি।

আরও পড়ুন

কেন দলে হেটমায়ার ও টমাস, এই ব্যাখ্যাও দিয়েছেন প্রধান নির্বাচক ডেসমন্ড হেইনস, ‘দলে ওশানে ও শিমরনকে স্বাগত জানাচ্ছি। দুজনেই আগে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে, কিছু সফলতাও ছিল। আমরা বিশ্বাস করি, বর্তমানে দলে তারা মানিয়ে যাবে। নতুন বলে ওশানের গতি আছে, উইকেট নিতে পারে। শিমরনের ব্যাটিং স্টাইলও ভালো কিছু দেবে, বিশেষ করে মাঝের ওভারগুলোয়। সে একজন ফিনিশারও।’

২৭ জুলাই বার্বাডোজের ব্রিজটাউনে শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে। ২৯ জুলাই একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ। ১ আগস্ট সিরিজের শেষ ম্যাচ হবে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে।

আরও পড়ুন