নাজমুলের জয়ের সুখেও সিরিজ জিততে না পারার ব্যথা

সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনএনজেডসি

নেপিয়ারে ঐতিহাসিক জয়ের ছাপটা সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেনের চোখেমুখে সেভাবে ফুটল না। মনোযোগী শ্রোতা হিসেবে প্রশ্নগুলোর উত্তর দিলেন। দেখে মনে হতেই পারে, এমন দুর্দান্ত জয়ের ব্যাপারটা অভ্যাসে পরিণত করতে চান বলেই স্বাভাবিকভাবেই প্রশ্নোত্তর পর্ব সারলেন বাংলাদেশ অধিনায়ক।

তবে এর মধ্যেও অনুযোগ ঝরেছে নাজমুলের কণ্ঠে। নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে নাজমুল ওয়ানডে সিরিজটা জেতার ইচ্ছার কথা জানিয়েছিলেন। পরিসংখ্যান যদিও তাঁর বিপক্ষে ছিল।

আরও পড়ুন

এই ম্যাচের আগে নিউজিল্যান্ডে ১৮টি ওয়ানডে খেলে সব কটিতেই হেরেছে বাংলাদেশ। এবার প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ালেও শেষ ম্যাচটা জিতে জয়শূন্য থাকার সে ইতিহাস পাল্টাতে পেরেছে বাংলাদেশ। তাতে বাংলাদেশের অধিনায়কের খুশিই হওয়ার কথা। হয়েছেনও। এই জয়ে ভালো লাগছে, ইতিহাস চিন্তা করলেও ব্যাপারটা গর্বের—এসব কথা বললেও নাজমুল মনের কথাটা বলেছেন তারপর।

নেপিয়ারে তৃতীয় ওয়ানডে জয়ের পর বাংলাদেশ দল
এএফপি

বাংলাদেশ অধিনায়কের মুখেই শুনুন, ‘জিততে পেরে ভালো লাগছে। আমরা পরিকল্পনা আজ পুরোপুরি বাস্তবায়ন করতে পেরেছি। সবচেয়ে বড় কথা দল জিতেছে। ইতিহাস চিন্তা করলে অবশ্যই গর্বের ব্যাপার। তবে আমাকে জিজ্ঞাসা করলে বলব, সিরিজ জিততে এসেছিলাম। এটা আমি মিন (সত্যিই জিততে চেয়েছিলেন) করেই বলেছিলাম।’ দুর্ভাগ্যকেও খানিকটা দুষলেন নাজমুল, ‘প্রথম ম্যাচে একটু দুর্ভাগা ছিলাম, বৃষ্টির কারণে বোলিং অপশন শেষ হয়ে গিয়েছিল। অবশ্যই জিততে পেরে খুশি, তবে সিরিজ জিততে পারলে আরও ভালো লাগত।’

আরও পড়ুন

তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের পেসাররা আজ অবিশ্বাস্য বোলিং করেছেন। নিউজিল্যান্ড ৩১.৪ ওভারে ৯৮ রানে অলআউট! স্বাগতিকদের ১০টি উইকেটই বাংলাদেশের পেসারদের। ৩টি করে উইকেট শরীফুল ইসলাম, তানজিম হাসান ও সৌম্য সরকারের। তানজিম ম্যাচসেরা হলেও নির্দিষ্ট কোনো বোলারকে একক কৃতিত্ব দিতে চাইলেন না বাংলাদেশ অধিনায়ক, ‘যাকে যখন বোলিংয়ে এনেছি সবাই সবার দায়িত্ব পালন করেছে। শরীফুল দ্বিতীয় স্পেলে এসে যখন ব্রেক থ্রু দিয়েছে, সেটা “মোমেন্টাম” আমাদের দিকে নিয়ে এসেছে। আমি নির্দিষ্ট কাউকে কৃতিত্ব দিতে চাই না। প্রত্যেক বোলার দায়িত্ব নিয়ে বল করেছে, পরিকল্পনামাফিক বল করেছে।’

নাজমুল নিজেও আজকের জয়ে ব্যাট হাতে ভূমিকা রেখেছেন। ৯৮ রান তাড়া করতে নেমে নিজে ৫১ রানে অপরাজিত থেকে দল জিতিয়ে মাঠ ছেড়েছেন। সিরিজের প্রথম দুই ম্যাচে অবশ্য হাসেনি তাঁর ব্যাট। ডানেডিনে ১৫ এবং নেলসনে ৬ রানে আউট হন। সংবাদ সম্মেলনে তাই জানতে চাওয়া হয়েছিল, আজ অর্ধশতক তুলে আগের দুই ম্যাচের বাজে পারফরম্যান্স পুষিয়ে দিলেন কি না?

অর্ধশতক করে রানে ফেরার ইঙ্গিতও দিয়ে রাখলেন নাজমুল
এএফপি

এ প্রশ্নের উত্তরে ব্যাটসম্যান নাজমুল কেমন, সেটাও বোঝা গেল, ‘একটা জিনিস কি, ক্রিকেট খেলায় পোষানোর কিছু নাই। আমার আগের দুই ম্যাচে রান করা উচিত ছিল। করতে পারলে সিরিজে ভিন্ন কিছু হতে পারত। আমি সব সময় আমার প্রক্রিয়া, পরিকল্পনা অনুসরণ করি। আজ এই জিনিসটাই করার চেষ্টা করেছি। পুরোপুরি ক্লিয়ার ছিলাম, প্রস্তুতি ভালো ছিল। এটাই কাজে লাগানোর চেষ্টা করেছি।’

আরও পড়ুন

ওয়ানডে সিরিজ শেষে সামনে এখন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বুধবার এই নেপিয়ারেই শুরু হবে প্রথম ম্যাচ। শেষ ওয়ানডেতে তুলে নেওয়া দুর্দান্ত জয়ে অবশ্যই আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে বাংলাদেশ দল।

নিউজিল্যান্ডে ওয়ানডেতে প্রথম জয়ের পর আত্মবিশ্বাসে ফুটছে বাংলাদেশ দল
এএফপি

টি-টোয়েন্টি সিরিজে এই আত্মবিশ্বাস কতটা কাজে লাগবে—এই প্রশ্নের উত্তরেও নাজমুল বোঝালেন প্রস্তুতির গুরুত্ব, ‘মোটিভেশন (প্রেরণা) দিয়ে খুব বেশি ম্যাচ জেতা সম্ভব না। এটা আমি বিশ্বাস করি না। আমরা কত ভালো প্রস্তুতি নিচ্ছি, জিততে চাই কি না, এটাই গুরুত্বপূর্ণ। দুই দিন সুযোগ আছে ভালো প্রস্তুতি নেওয়ার। টি-টোয়েন্টি সংস্করণে যে ভালো খেলবে সেই জিতবে। বড় দল ছোট দল ব্যাপার না। খুব বেশি প্রেরণার দরকার নাই। এই জয়ে কনফিডেন্ট (আত্মবিশ্বাসী) বা ওভার কনফিডেন্ট (অতি আত্মবিশ্বাসী) হওয়ার দরকার নাই। এই ম্যাচ সহায়তা করবে যে আমরা জিততে পারি, সেই বিশ্বাসটা নিজের চোখে দেখলাম।’

আরও পড়ুন