স্কটল্যান্ডের হৃদয় ভেঙে বাংলাদেশের গ্রুপে জিম্বাবুয়ে

ছবিটি প্রতীকী। স্কটল্যান্ডকে এভাবে হতাশ করেই সুপার টুয়েলভে উঠল জিম্বাবুয়েছবি: এএফপি

যে জিতবে সেই সুপার টুয়েলভে—স্কটল্যান্ডকে বিদায় করে সমীকরণটা মিলিয়ে ফেলল জিম্বাবুয়ে! আর তাতে সুপার টুয়েলভে জিম্বাবুয়েকে পেল বাংলাদেশ।

প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপ থেকে নেদারল্যান্ডসকে কালই প্রতিপক্ষ হিসেবে পেয়ে যায় বাংলাদেশ। সুপার টুয়েলভে বাংলাদেশের গ্রুপ টু-তে ফাঁকা ছিল আর একটি স্থান। হোবার্টের বেলেরিভ ওভালে আজ স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সেই জায়গাটা পূরণ করল জিম্বাবুয়ে।

আগে ব্যাট করে স্কটিশদের ৬ উইকেটে ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে ১৮.৩ ওভার লেগেছে জিম্বাবুয়ের। প্রথম রাউন্ডের শেষ ম্যাচে তুলে নেওয়া এই জয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে বাংলাদেশের গ্রুপে যোগ দিল ক্রেইগ আরভিনের দল। গ্রুপের রানার্সআপ দল হিসেবে সুপার টুয়েলভে গ্রুপ ওয়ানে যোগ দিল আয়ারল্যান্ড।

স্কটিশদের সাদামাটা সংগ্রহ তাড়া করতে নেমে জিম্বাবুয়ের শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম ওভারেই রেজিস চাকাভা এবং পরের ওভারেই ওয়েসলি মাধেভেরেকে হারায় জিম্বাবুয়ে। ১.৪ ওভারে ৭ রানে ২ উইকেট হারানো জিম্বাবুয়ে আরও চাপে পড়ে ৮ম ওভারে ৪২ রানে শন উইলিয়ামসকে (৭) হারানোর পর।তৃতীয় উইকেটে দুজনের ৩৯ বলে ৩৫ রানের জুটিতে আরভিনের অবদান ২৭ বলে ২৬।

তবে আসল জুটিটা হয়েছে এরপর। চতুর্থ উইকেটে আরভিন ও সিকান্দার রাজা মিলে ৪৩ বলে ৬৪ রানের জুটি গড়েন। ২ ছক্কা ও ৩ চারে ২৩ বলে ৪০ রান করা রাজা ১৫তম ওভারে আউট হওয়ার পর জয়টা জিম্বাবুয়ের মুঠোর মধ্যেই ছিল। শেষ ৫ ওভারে দরকার ২৭ রান। হাতে ৬ উইকেট আর ক্রিজে ফিফটি তুলে নেওয়া আরভিন। কিন্তু নাটকের তখনো বাকি ছিল।

ফিফটি তুলে নেন আরভিন
ছবি: এএফপি

১৭তম ওভারের শেষ বলে ছক্কা মারতে গিয়ে আউট হন আরভিন। ৬ চারে সাজানো তাঁর ৫৪ বলে ৫৮ রানের ইনিংসটি জিম্বাবুয়ের সুপার টুয়েলভে ওঠার ‘নিউক্লিয়াস’ বলা যায়। তবে কাজ তখনো বাকি ছিল জিম্বাবুয়ের, শেষ ৩ ওভারে দরকার ১৪। এখান থেকে একটু ভুলে যেকোনো কিছুই ঘটতে পারে! মিল্টন শুম্বা ও রায়ান বার্ল মিলে তা হতে দেননি। ধীরে-সুস্থে খেলেই ৯ বল হাতে রেখে জয় এনে দেন জিম্বাবুয়েকে।

এর আগে ব্যাটিংয়ে নেমে জর্জ মানসির ফিফটিতে ভর করে এগোয় স্কটল্যান্ড। ৭ চারে ৫১ বলে ৫৪ রান করেন এই ওপেনার। ২৬ বলে ২৫ রান ক্যালাম ম্যাকলিওডের। জিম্বাবুয়ের হয়ে ২টি করে উইকেট নেন টেন্ডাই চাতারা ও রিচার্ড এনগারাভা।

জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড সমান ৪ পয়েন্ট পেলেও রানরেটে এগিয়ে নিজেদের গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয় আরভিনের দল। জিম্বাবুয়ের রানরেট ‍+০.২০০ এবং আয়ারল্যান্ডের রানরেট ‍+০.১০৫। ৩ ম্যাচে ২ পয়েন্ট পাওয়া স্কটল্যান্ড তৃতীয় হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিল। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানির দল হিসেবে বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।