৪২ কোটি টাকারও বেশি লাভে বাড়ি বিক্রি করছেন স্টার্ক-হিলি

অস্ট্রেলিয়ার ‘পাওয়ার কাপল’ মিচেল স্টার্ক ও অ্যালিসা হিলিছবি : ইনস্টাগ্রাম

বাড়ি তো নয়, যেন রিসোর্ট!

মসৃণ নকশায় তৈরি একেকটা লাউঞ্জ, প্রতিটি ঘরের মেঝে থেকে সিলিং পর্যন্ত স্বচ্ছ কাচের দেয়াল, পর্দা সরালেই দেখা যায় মহাসাগর। বারান্দায় দাঁড়ালেই নির্মল বাতাস এসে লাগে গায়ে, বিনোদনমূলক সময় কাটানোর জন্য বিশাল বহিঃপ্রাঙ্গণ, বিশাল ড্রেসিংরুম, পরিপাটি রান্নাঘর, ফায়ারপ্লেস, ব্রেকফাস্ট বার, হোম থিয়েটার, ছাদে সুইমিংপুল—কী নেই?

অথচ বিলাসবহুল এই বাড়িই বিক্রি করতে যাচ্ছেন মিচেল স্টার্ক ও অ্যালিসা হিলি। অস্ট্রেলিয়ার ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত এই ক্রিকেটার দম্পতির বাড়িটির অবস্থান সিডনির উত্তর কার্ল কার্ল এলাকায়। জায়গাটি সিডনির কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা থেকে ১৭ কিলোমিটার দূরে। ২৫ নভেম্বর বাড়িটি নিলামে তোলা হবে। এর ভিত্তিমূল্য ধরা হয়েছে ৯০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকা)।

স্টার্ক–হিলি দম্পতির বাড়ির একটি কক্ষ। বিলাসবহুল বাড়িটি নিলামে তুলছেন তাঁরা
ছবি : রিয়েল এস্টেট ডট কম ডট এইউ

২০১৬ সালে অস্ট্রেলিয়া নারী দলের উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যালিসা হিলিকে বিয়ে করেন তারকা ফাস্ট বোলার মিচেল স্টার্ক। তাঁদের সংসারজীবনের শুরুটা হয় এই বাড়িতেই। সাবেক মিস ইউনিভার্স জেনিফার হকিন্স ও তাঁর স্বামী জেক ওয়াল দোতলা বাড়িটি নির্মাণ করেছিলেন। ৭ বছর আগে তাঁদের কাছ থেকেই ৫২ লাখ ৩৫ হাজার ডলারে (প্রায় ৫৮ কোটি টাকা) বাড়িটি কিনে নেন স্টার্ক-হিলি দম্পতি।

আরও পড়ুন

বিশ্বকাপ খেলতে এ মুহূর্তে ভারতে আছেন স্টার্ক। আর হিলি অস্ট্রেলিয়ায় চোটের সঙ্গে লড়ছেন। গত মাসে এ বাড়িতেই নিজের একটি কুকুরের কামড়ে আঙুলে আঘাত পান হিলি। আঘাতটা এতটাই গুরুতর ছিল যে অস্ত্রোপচারও করাতে হয়েছে তাঁকে। যে কারণে মেয়েদের বিগ ব্যাশ লিগে খেলতে পারছেন না।

স্বামী–স্ত্রী দুজনই বিশ্বকাপ জিতে অনন্য কীর্তি গড়েছেন স্টার্ক–হিলি
ছবি : টুইটার

স্টার্ক-হিলি দম্পতি বাড়িটি নিলামে তোলার দায়িত্ব দিয়েছেন অস্ট্রেলিয়ার আবাসন এজেন্ট অ্যান্ডু টুহেকে। এখন প্রশ্ন উঠতে পারে, স্টার্ক ও হিলি আর্থিকভাবে বেশ স্বচ্ছল হওয়ার পরও বিলাসবহুল বাড়িটি হঠাৎ বিক্রি করার সিদ্ধান্ত নিলেন কেন?

অস্ট্রেলিয়ার টেলিভিশন চ্যানেল নাইন নেটওয়ার্ক জানিয়েছে, দেশটিতে এই সময়কে আবাসস্থল, জমিজমা বা স্থাবর সম্পত্তি বিক্রির সেরা মৌসুম মনে করা হয়। এ সময়ে কোনো সম্পদ বিক্রি করলে সর্বোচ্চ দাম পাওয়া যায়।

আরও পড়ুন

বাড়ি বিক্রির ধারণাটা সতীর্থ স্টিভেন স্মিথের কাছ থেকে পেয়েছেন স্টার্ক। স্মিথকে সফল বাড়ি ব্যবসায়ীও বলা যায়। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ২০১৫ সাল থেকে এ ব্যবসার সঙ্গে জড়িত। কম দামে কেনা বাড়ি সংস্কারের পর ভালো দামে বিক্রি করেন বা ভাড়া দিয়ে থাকেন স্মিথ। গত বছরও নিজের একটি বাড়ি বিক্রি করে মোটা অঙ্কের মুনাফা করেছেন সাবেক এই অধিনায়ক। সম্প্রতি পূর্ব সিডনির ব্রোন্টে এলাকার আরেকটি বাড়ি নিলামে তোলার ঘোষণা দিয়েছেন স্মিথ, যেটির ভিত্তিমূল্য ধরা হয়েছে প্রায় ৭০ লাখ ডলার (প্রায় ৭৭ কোটি টাকা)।

স্টিভেন স্মিথের পরামর্শে বাড়ি বিক্রির ব্যবসায় নামছেন স্টার্ক-হিলি দম্পতি
ছবি : ইনস্টাগ্রাম

স্মিথের দেখাদেখি বাড়ি বিক্রির ব্যবসায় নামছেন স্টার্ক-হিলি দম্পতিও। ২৫ নভেম্বরের নিলামে বাড়িটি ভিত্তিমূল্যে বিক্রি হলেও তাঁদের লাভ হবে ৪২ কোটি টাকার বেশি। লাভের অঙ্কটা যে নেহাত কম নয়, সেটি আলাদা করে না বললেও চলছে!