সেমিফাইনালে ওঠার ত্রিমুখী লড়াই জিততে পাকিস্তানকে যা করতে হবে

পাকিস্তান দলের অনুশীলনে ক্রিকেট পরিচালক মিকি আর্থারের সঙ্গে অধিনায়ক বাবর আজমছবি: এএফপি

বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে গতকাল জয়ের পর পাকিস্তানের সেমিফাইনালে খেলার আশা আবারও জেগে উঠেছে। বেঙ্গালুরুতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ফখর জামানের ৮১ বলে অপরাজিত ১২৬ ও অধিনায়ক বাবর আজমের ৬৩ বলে অপরাজিত ৬৬ রানের ইনিংসে ডিএলএস পদ্ধতিতে নিউজিল্যান্ডকে ২১ রানে হারিয়েছে পাকিস্তান

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর ৮ ম্যাচে পাকিস্তানের পয়েন্ট ৮। সমান ম্যাচে নিউজিল্যান্ডও সমান ৮ পয়েন্ট পেয়েছে। এক ম্যাচ কম খেলা আফগানিস্তানের পয়েন্টও এই দুই দলের সমান। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় নিউজিল্যান্ড আছে চতুর্থ স্থানে। পাকিস্তান আছে পঞ্চম আর আফগানিস্তান ছয়ে।

আরও পড়ুন
সেমিফাইনালে যাওয়ার ত্রিমুখী লড়াইয়ে আছে নিউজিল্যান্ড
ছবি : আইসিসি

গতকাল ইংল্যান্ডকে হারিয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সেমিফাইনাল এখনো নিশ্চিত না হলেও তারা আছে ভালো অবস্থানে। সব মিলিয়ে পয়েন্ট তালিকার অবস্থা যখন এই, পাকিস্তানকে সেমিফাইনালে খেলার স্বপ্ন পূরণ করতে হলে কী করতে হবে—এমন প্রশ্ন দলটির সমর্থকদের মনে।

পাকিস্তানের লড়াইটা মূলত নিউজিল্যান্ড ও আফগানিস্তানের সঙ্গে। ত্রিমুখী এ লড়াই জিতে শেষ চারে উঠতে পাকিস্তানকে নিজেদের ম্যাচটি জেতার পর তাকিয়ে থাকতে হবে বাকি দুই দলের দিকে। প্রথম পর্বে নিউজিল্যান্ড তাদের শেষ ম্যাচটি খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে, ৯ নভেম্বর বেঙ্গালুরুতে। এই ভেন্যুতে নিউজিল্যান্ড কোনো সংস্করণেই এখন পর্যন্ত কোনো ম্যাচ জেতেনি।

আরও পড়ুন
আফগানিস্তান ক্রিকেট দল
ছবি: টুইটার

ধরা যাক, নিউজিল্যান্ড সেই ধারা বদলে ফেলে বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতবে। তখন পাকিস্তানকে কী করতে হবে? নিউজিল্যান্ড যদি শ্রীলঙ্কাকে ১ রানে হারায়, তখন নেট রানরেটে কিউইদের পেছনে ফেলতে ১১ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় ১৩০ রানে জিততে হবে পাকিস্তানকে!

এখানেই শেষ নয়, আফগানিস্তানও আছে হিসাবের মধ্যে। আফগানিস্তানের শেষ দুটি ম্যাচ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এই দুই ম্যাচের অন্তত একটিতে আফগানিস্তান হারলে এবং ইংল্যান্ড ম্যাচে পাকিস্তান নিউজিল্যান্ডের সঙ্গে নেট রানরেটের হিসাব মেলাতে পারলে বাবর আজমরা হয়তো খেলতে পারবেন সেমিফাইনালে।

আরও পড়ুন