৬০০ শুধুই শ্রীলঙ্কার বিপক্ষে, প্রথম ডাবল সেঞ্চুরি ও আর যত রেকর্ড

সিরিজ শুরুর আগে কাল দুই অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও নাজমুল হোসেনএএফপি
শ্রীলঙ্কার বিপক্ষে এখনো টেস্ট সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। দুদলের টেস্ট ইতিহাসে ব্যক্তিগত পরিসংখ্যানেও লঙ্কানদের আধিপত্য। তবে বাংলাদেশের অনেক প্রথমই এই শ্রীলঙ্কার বিপক্ষে। আরেকটি সিরিজের আগে দুই দলের টেস্ট ইতিহাসে ব্যক্তিগত ও দলীয় রেকর্ডগুলো..

শ্রীলঙ্কায় বাংলাদেশের আগের ৬ সিরিজ

দলীয় সর্বোচ্চ

বাংলাদেশ
৬৩৮, গল, ২০১৩
শ্রীলঙ্কা
৭৩০/৬ ডি., মিরপুর, ২০১৪

দলীয় সর্বনিম্ন

বাংলাদেশ
৬২, কলম্বো, ২০০৭
শ্রীলঙ্কা
২২২, মিরপুর, ২০১৮

টেস্টে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিটা শ্রীলঙ্কার বিপক্ষেই করেছেন মুশফিকুর রহিম
এএফপি

সবচেয়ে বেশি রান

বাংলাদেশ
১৩৪৬, মুশফিকুর রহিম
শ্রীলঙ্কা
১৮১৬, কুমার সাঙ্গাকারা

ব্যক্তিগত সর্বোচ্চ

বাংলাদেশ
২০০, মুশফিকুর রহিম, গল, ২০১৩
শ্রীলঙ্কা
৩১৯, কুমার সাঙ্গাকারা, চট্টগ্রাম, ২০১৪

সবচেয়ে বেশি উইকেট

বাংলাদেশ
৪২, সাকিব আল হাসান
শ্রীলঙ্কা
৮৯, মুত্তিয়া মুরালিধরন

ইনিংসসেরা বোলিং

বাংলাদেশ
৬/১০৫, নাঈম হাসান, চট্টগ্রাম, ২০২২
শ্রীলঙ্কা
৭/৮৯, রঙ্গনা হেরাথ, কলম্বো, ২০১৩  

ম্যাচসেরা বোলিং

বাংলাদেশ
৮/১৫৯, তাইজুল ইসলাম, মিরপুর, ২০১৮
শ্রীলঙ্কা
১২/৮২, মুত্তিয়া মুরালিধরন, ক্যান্ডি, ২০০৭

আরও পড়ুন

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট: জানার আছে যা কিছু

টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচটি ও শ্রীলঙ্কায় তিনটি সেঞ্চুরি মোহাম্মদ আশরাফুলের
এএফপি
• বাংলাদেশ সবচেয়ে বেশি টেস্ট খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে—২৬টি।
• বাংলাদেশ সবচেয়ে বেশি টেস্ট হেরেছে শ্রীলঙ্কার কাছে—২০টি।
• বাংলাদেশ সবচেয়ে বেশি টেস্ট ড্র করেছে শ্রীলঙ্কার সঙ্গে—৫টি।
• টেস্টে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ শ্রীলঙ্কার বিপক্ষেই। ২০১৩ সালে গলে প্রথম ইনিংসে ৬৩৮। টেস্টে বাংলাদেশের ৬০০ রানের ইনিংস এই একটিই।
• টেস্টে বাংলাদেশ সবচেয়ে বেশি ৪ বার ১০০ রানের নিচে অলআউট হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে।
• শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তিনজন ব্যাটসম্যান ১ হাজার রান করেছেন—মুশফিক (১৩৪৬), আশরাফুল (১০৯০) ও মুমিনুল (১০৭০)। আর কোনো দেশের বিপক্ষে হাজার রান নেই বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের।
• টেস্টে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরি শ্রীলঙ্কার বিপক্ষেই। ২০১৩ সালে গলে মুশফিকের ২০০।
• শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ৫টি সেঞ্চুরি আশরাফুলের, ৪টি মুমিনুলের। আর কোনো দেশের বিপক্ষে ৩টির বেশি সেঞ্চুরি নেই কারও।
• শ্রীলঙ্কায় ৩টি সেঞ্চুরি আশরাফুলের। বাংলাদেশের আর কারও অন্য কোনো দেশে ২টির বেশি সেঞ্চুরি নেই।
• টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ ১৯টি সেঞ্চুরি বাংলাদেশের ব্যাটসম্যানদের। বাংলাদেশের ব্যাটসম্যানরা দ্বিতীয় সর্বোচ্চ ১৭টি সেঞ্চুরি করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে।

মাইলফলকের সামনে

৫০
বাংলাদেশের ১০ম খেলোয়াড় হিসেবে এই সিরিজেই ৫০তম টেস্ট খেলতে পারেন লিটন দাস। লিটন এখন পর্যন্ত টেস্ট খেলেছেন ৪৮টি।
২০০০
টেস্টে ২ হাজার রানের মাইলফলক ছুঁতে নাজমুল হোসেনের ১১১ রান দরকার।