রোহিত কি মুম্বাইয়ের হয়ে শেষ ম্যাচটি খেলে ফেললেন

অনেকেই মনে করেন, রোহিত শর্মা ও মুম্বাই ইন্ডিয়ানসের পথচলা এবারই শেষবিসিসিআই

আপাতত সবই গুঞ্জন। তবে পরিস্থিতি যেদিকে মোড় নিয়েছে, তাতে দুইয়ে দুইয়ে অনেকেই চার মিলিয়ে ফেলেছেন। ক্রিকেট–বিশ্লেষক থেকে সাধারণ সমর্থকেরা অনেকেই মনে করেন, রোহিত শর্মা ও মুম্বাই ইন্ডিয়ানসের পথচলা এবারই শেষ।

গতকাল লক্ষ্ণৌর বিপক্ষে এবার আইপিএলে নিজেদের শেষ ম্যাচটি খেলেছে মুম্বাই। অনেকে মনে করছেন, রোহিতের জন্যও মুম্বাইয়ের হয়ে এটাই ছিল শেষ ম্যাচ। সম্ভবত এমন ভাবনা মুম্বাইয়ের সমর্থকেরাও ভাবছেন। কে জানে, সে জন্যই হয়তো রোহিত গতকাল ৬৮ রানে আউট হয়ে ফেরার পথে ওয়াংখেড়ের গ্যালারি উঠে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানিয়েছে!

আরও পড়ুন

রোহিত মুম্বাইয়ের অধিনায়ক হন ২০১৩ আসরের মাঝামাঝিতে। পাঁচটি ট্রফি নিয়ে তিনি এখন যৌথভাবে আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ক। অপরজন চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনি। মূলত রোহিতের নেতৃত্বেই মুম্বাই সমর্থকপ্রিয় দলের একটি হয়ে উঠেছে। যে কারণে তাঁকে নেতৃত্ব থেকে সরানো মোটেই ভালোভাবে নেয়নি সমর্থকেরা। অধিনায়ক হিসেবে রোহিত শর্মার জায়গায় পান্ডিয়ার নাম ঘোষণার পর থেকেই নিয়মিত ট্রলের শিকার হয়েছেন পান্ডিয়া। মুম্বাই সামাজিক যোগাযোগমাধ্যমে হারিয়েছেন লাখ লাখ অনুসারী। নিয়মিত সমর্থকেরা পান্ডিয়াকে দুয়ো দিয়েছেন।

গতকাল ফিফটির পর রোহিত
এএফপি

শুরুতে পরিস্থিতি যতটা খারাপ ছিল, পরে সেটি আরও খারাপ হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছিল, মুম্বাইয়ের কয়েকজন সিনিয়র ক্রিকেটার পান্ডিয়ার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে রোহিত যতই জনপ্রিয় হন না কেন, নেতৃত্বের ব্যাটন এখন পান্ডিয়ার হাতে। আর রোহিতও ব্যাট হাতে মুম্বাইয়ের হয়ে পারফর্ম করতে পারছেন না।

আইপিএলে ২০১৬ সালের পর থেকে ২০২৩ সালের আইপিএল পর্যন্ত হওয়া ৭ মৌসুমে কখনো ৩০ গড়েও রান করতে পারেননি। এই সময়ে গড়ের হিসাবে তাঁর সেরা মৌসুম ছিল ২০২১ সালে। সেবার ১৩ ম্যাচে ২৯ গড়ে ৩৮১ রান করেছিলেন রোহিত। এরপর ২০২২ মৌসুমে ব্যাটিং করেছেন ১৯ গড়ে আর ২০২৩ সালে ২০.৭৫ গড়ে। তাঁকে অধিনায়কত্ব থেকে সরানোর পেছনে নিশ্চয়ই এমন ব্যাটিং পারফরম্যান্সের ভূমিকা ছিল।

অর্থাৎ মুম্বাইকে এই আইপিএলের আগের ৭ আইপিএলে মুম্বাই অধিনায়ক পারফর্ম করতে পারেননি। এবারও নামের প্রতি সুবিচার করতে পারেননি। ১৪ ম্যাচে ৩২ গড়ে রান করেছেন ৪১৭, স্ট্রাইক রেট ১৫০। টি-টোয়েন্টি বিবেচনায় সংখ্যাটা খারাপ না হলেও ওপেনার রোহিতের কাছ থেকে দল আরও বেশি প্রত্যাশা করে।

আরও পড়ুন

তাই সব মিলিয়ে মুম্বাইয়ে রোহিতের শেষ দেখছেন অনেকেই। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন জিও সিনেমাতে ম্যাচের আগে বলেছেন, ‘মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে এটি রোহিতের শেষ ম্যাচ হতে পারে। আপনি জানেন না, এই মৌসুমের পর পরিস্থিতি কী হবে, তবে মুম্বাইয়ের অবিশ্বাস্য এক ক্রিকেটার ও নেতা রোহিত।’

ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর গতকাল ম্যাচ চলাকালে বলেছেন, ‘আমার মনে হচ্ছে, মুম্বাইয়ের জার্সিতে আমরা শেষবার রোহিতকে দেখছি।’

রোহিত কি নতুন দলের হয়ে আইপিএল খেলবেন?
এএফপি

কিছুদিন আগে কলকাতার সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে রোহিতের ভাইরাল হওয়া অডিও ও বিদায়ের গুঞ্জনের পক্ষেই যায়। সেখানে রোহিত বলেছিলেন, ‘প্রতিটি জিনিস পরিবর্তন হচ্ছে। এটা ওর ওপরে। যা–ই হোক ওটা আমারও ঘর, ওই মন্দির আমি বানিয়েছি। আমার কী, আমার তো এটাই শেষ।’

মূলত এই অডিও ছড়িয়ে পড়ার পর থেকেই রোহিতের বিদায়ের গুঞ্জন শুরু হয় জোরালোভাবে। আর সামনেই আইপিএলের মেগা নিলাম। সেখানে দলগুলো নতুন করে দল সাজাতে চাইবে। রোহিতের ভবিষ্যৎ নিয়ে কাল মার্ক বাউচারের সংবাদ সম্মেলনেও প্রশ্ন উঠেছিল। মুম্বাইয়ের প্রধান কোচ বাউচার বলেছেন, ‘সত্যি বলতে, রোহিতের ভবিষ্যৎ নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। পুরো মৌসুম নিয়ে ওর সঙ্গে গতকাল বা তার আগের রাতে কথা বলেছিলাম। জিজ্ঞাসা করেছিলাম, এরপর কী? সে বলেছে “বিশ্বকাপ”।’

আরও পড়ুন