অবসর নিয়ে ধোনিকে বারবার প্রশ্ন কেন

ধোনি ও ধারাভাষ্যকার ড্যানি মরিসন। লক্ষ্ণৌর বিপক্ষে টসের সময়।ছবি: এএফপি

এখনো সরাসরি কিছুই বলেননি। তবে অনেকেরই ধারণা এবারের আইপিএলই ৪১ বছর বয়সী মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল। যেহেতু আইপিএল ছাড়া অন্য কোনো টুর্নামেন্টে ভারতের সাবেক এই উইকেটকিপার ব্যাটসম্যান খেলছেন না, তাই আইপিএল দিয়েই হয়তো সব ধরনের ক্রিকেটকে বিদায় বলবেন ধোনি।

কৌতূহল থেকেই হোক কিংবা অন্য যে কারণেই হোক, টসের সময়, ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে চেন্নাই অধিনায়ককে তাঁর বিদায় প্রসঙ্গে প্রশ্ন শুনতে হয়। ধোনিকে বারবার এই প্রশ্ন করায় বিরক্ত ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ।

আরও পড়ুন

গতকাল লক্ষ্ণৌর বিপক্ষে মাঠে নেমেছিল চেন্নাই। সেখানে টসের সময় ধারাভাষ্যকার ড্যানি মরিসন ধোনিকে বলেন, ‘ধোনি, ক্যারিয়ারের শেষ সফরটা কেমন উপভোগ করছ?’ ধোনি মরিসনের এই প্রশ্নে বরাবরের মতোই সরাসরি উত্তর দেননি। উল্টো তির্যক মন্তব্যে বলেন, ‘তাহলে আপনি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, এটাই আমার শেষ।’

ধোনিকে নিয়ে এবারের আইপিএলে দর্শকদের উন্মাদনা একটু বেশি
ছবি: এএফপি

ভারতের সাবেক ক্রিকেটার ও ধোনির সাবেক সতীর্থ বারবার এই প্রশ্ন করার অর্থ খুঁজে পাচ্ছেন না। ক্রিকবাজের একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমি আসলে বুঝতে পারছি না, কেন তাঁরা ধোনিকে এই প্রশ্ন করছেন? যদি এটা ধোনির শেষ বছরও হয়, এটা কেন জিজ্ঞাসা করতে হবে? এটা তার সিদ্ধান্ত, তাকেই নিতে দিন। সম্ভবত ধোনির মুখ থেকে তাঁরা উত্তরটা পেতে চাচ্ছেন যে এটাই ধোনির শেষ মৌসুম। এটা শেষ কি না, সেটা ধোনিই জানে।’

আরও পড়ুন

ধোনি নিজেও অবশ্য তাঁর শেষের ইঙ্গিতই দিয়ে রেখেছেন। এবারের আইপিএল চলার সময়েই বলেছেন, ‘ক্যারিয়ারের শেষ অধ্যায় চলছে। তাই উপভোগ করাটা জরুরি।’

ধোনির ব্যাটের ধার একটুও কমেনি
ছবি: এএফপি

অনেকে অবশ্য গত মৌসুমে ধোনির শেষ দেখে ফেলেছিলেন। তবে শেষ পর্যন্ত ধোনি এই মৌসুমেও খেলছেন। এরপর আরও একটা মৌসুম খেলাও অবশ্য অস্বাভাবিক নয়। কারণ, এই বয়সেও তাঁর ব্যাটিংয়ের ধার কমেনি। এবারের মৌসুমে ১০ ম্যাচে ৬ ইনিংস ব্যাট করে রান তুলেছেন ২১১.৪৩ স্ট্রাইক রেটে।

আরও পড়ুন