ছবির গল্পে রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়ার কিছু মুহূর্ত

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে পাকিস্তানকে তাদের মাটিতে ২-০ ব্যবধানে ধবলধোলাইও করেছে নাজমুল হোসেনের দল। ম্যাচ ও সিরিজ জয়ের পথে আজও দেখা গেল কিছু স্মরণীয় মুহূর্ত। আসুন, ছবির গল্পে সেসব মুহূর্ত দেখে নিই-
১ / ১০
রাওয়ালপিন্ডির গ্যালারিতে এক টুকরা বাংলাদেশ। জাতীয় পতাকা হাতে আজ বাংলাদেশের ঐতিহাসিক জয়ের সাক্ষী হয়েছেন উপস্থিত এই দর্শকেরাও
পিসিবি
২ / ১০
ম্যাচসেরার পুরস্কার বুঝে নিচ্ছেন লিটন দাস। ২৬ রানে ৬ উইকেট হারানোর পর তাঁর সেঞ্চুরিই ম্যাচে ফিরিয়েছিল বাংলাদেশকে
পিসিবি
৩ / ১০
হাসিমুখে সিরিজ জয়ের ট্রফি বুঝে নিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
পিসিবি
৪ / ১০
দেশের বাইরে প্রথম সিরিজসেরার পুরস্কার পেলেন মেহেদী হাসান মিরাজ। পুরস্কার হাতে বাংলাদেশ অলরাউন্ডার বলেছেন, এই মুহূর্ত তিনি কখনো ভুলবেন না
পিসিবি
৫ / ১০
মিডল অর্ডারে ৫৭ রানের জুটি গড়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন মুমিনুল হক ও নাজমুল হোসেন। ব্যাটিংয়ের এক পর্যায়ে এভাবেই ফ্রেমবন্দী হন তাঁরা।
এএফপি
৬ / ১০
ঐতিহাসিক জয়ের মুহূর্তে উইকেটে ছিলেন বাংলাদেশের ক্রিকেটের দুই অভিজ্ঞ সেনানী সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। জয়ের পর একই সঙ্গে উদ্‌যাপন করেছেন তাঁরা
পিসিবি
৭ / ১০
রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নিজেদের জয়গাথা খোদাই করে রাখছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন
পিসিবি
৮ / ১০
‘আমরা ইতিহাস গড়েছি। এই দলের অংশ হতে পেরে গর্বিত। আলহামদুলিল্লাহ’—এই ক্যাপশন দিয়ে ট্রফি হাতে ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন পেসার তাসকিন আহমেদ।
ফেসবুক
৯ / ১০
পাকিস্তানকে ধবলধোলাই করার পর সামনে ট্রফি রেখে বাংলাদেশ দলের উদ্‌যাপন। এ যেন স্বপ্ন সত্যি হওয়ার মতো একটি দিন
এএফপি
১০ / ১০
‘রাওয়ালপিন্ডি ২০২৪’—এটুকু বলেই যেন সব বলে দিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। ট্রফি নিয়ে অধিনায়কের পোজটাও হয়েছে দেখার মতো
ফেসবুক