হাথুরুসিংহের দাবি, আইরিশদের বিপক্ষে নামার আগে কদিন আগেই শেষ হওয়া ইংল্যান্ড সিরিজের মতো করেই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। ‘ইংল্যান্ডের বিপক্ষে যেভাবে প্রস্তুতি নিয়েছি, তাদের বিপক্ষেও আমাদের মানসিকতা একই। আমরা তাদের সম্মান করছি। সঙ্গে এটাও বলতে চাই, আমরা কোনো দলকে ভয় পাই না। যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে এটাই আমাদের একমাত্র মন্ত্র। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব। আমরা যখন আমাদের সেরা ক্রিকেট খেলি, তখন যেকোনো দলকেই হারাতে পারি’—বলেছেন হাথুরুসিংহে।
আয়ারল্যান্ড সিরিজের আগে দুই দিন অনুশীলনের সময় পেয়েছে বাংলাদেশ দল। তবে দুটি অনুশীলন সেশনই ছিল ঐচ্ছিক। জাতীয় দলের ক্রিকেটারদের অনেকেই ইংল্যান্ড সিরিজ শেষে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছেন। হাথুরুসিংহেও নেটে অনুশীলনের চেয়ে ম্যাচ খেলার প্রস্তুতিকে গুরুত্ব দিলেন, ‘অনুশীলনের চেয়ে ম্যাচ খেলাই সবচেয়ে ভালো প্রস্তুতি। ক্রিকেট এমন একটা খেলা, যেখানে অনুশীলনের থেকেও ম্যাচ খেলে প্রস্তুতি ভালো হয়। আমরা নেটে শুধু অনুশীলন করি। কিন্তু ম্যাচেই আমাদের মূল কাজটা করতে হয়। তাতে প্রস্তুতি ভালো হয়।’
আয়ারল্যান্ড সিরিজটি বাংলাদেশের জন্য বেঞ্চের শক্তি পরীক্ষা করার মঞ্চও। এ সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ মাহমুদউল্লাহকে। তাঁর জায়গায় খেলানো হবে ইয়াসির আলী অথবা তৌহিদ হৃদয়ের মধ্যে যেকোনো একজনকে। পেসারদেরও বিশ্রাম দিয়ে খেলানোর পরিকল্পনার কথা জানিয়েছেন হাথুরুসিংহে। তবে তাতে সিরিজ জয়ের মূল লক্ষ্য থেকে চোখ সরছে না বাংলাদেশ দলের।
প্রধান কোচের কথায়ও ছিল সে আভাস, ‘দুটোই থাকবে (সিরিজ জয় ও পরীক্ষা-নিরীক্ষা)। আমাদের সব সময়ই মূল লক্ষ্য থাকে জয়, আমরা যাদের বিপক্ষেই খেলি। কোনো দলই সহজ দল নয় এখনকার আন্তর্জাতিক অঙ্গনে। পরিসংখ্যানটা মনে হয় সবাই জানি, তারা ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপে হারিয়েছে। নিজেদের দিনে যেকোনো দলই যে কাউকে হারাতে পারে। আমরা আমাদের সুযোগগুলো নেব অবশ্যই। সঙ্গে অবশ্যই জিততে চাইব।’