পাকিস্তানের ক্রিকেটারদের ‘গোপন তথ্য’ ফাঁস করার হুমকি উমর আকমলের

সবাইকে হুমকি দিয়ে রাখলেন উমর আকমলফাইল ছবি

বড় এক হুমকিই দিয়ে রাখলেন উমর আকমল

পাকিস্তানের এই ব্যাটসম্যান কিছুদিন পরপরই বিতর্কিত কথাবার্তা বলে কিংবা কার্যক্রমের মাধ্যমে আলোচনায় আসেন। তবে উমর নিজেই বলেছেন, তাঁকে নিয়ে নাকি ‘গুজব’ ছড়ান তাঁরই সতীর্থ, সমবয়সী ও সিনিয়র ক্রিকেটাররা। একটি ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে উমর আকমল হুমকি দিয়েছেন, সতীর্থ বা সিনিয়র ক্রিকেটাররা যদি তাঁর বিরুদ্ধে গুজব ছড়ান, তাহলে তাঁদের গোপন কথা ফাঁস করে দেবেন। আর এই ক্রিকেটারদের ‘গোপন কথা’ নাকি এতটাই নোংরা যে তাতে পাকিস্তানের সাধারণ মানুষ ক্রিকেট খেলা দেখাই ছেড়ে দেবেন।

উমর আকমলের পরিপক্বতা নিয়ে তাঁর অনেক সতীর্থই প্রশ্ন তুলেছেন। উমর আকমল ভুলভাল ইংরেজিতে টুইট করেন, টিকটক ও ইনস্টাগ্রামে হাস্যকর সব ভিডিও পোস্ট করেন, এমন এন্তার অভিযোগ তাঁর বিরুদ্ধে। দুর্দান্ত প্রতিভা নিয়ে পাকিস্তান ক্রিকেটে এসেছিলেন। কিন্তু প্রতিভার সঙ্গে পারফরম্যান্সের মিশেল ঘটাতে না পারার অন্যতম বড় উদাহরণও উমর। পাকিস্তান দল বা ঘরোয়া ক্রিকেটের দলে সতীর্থদের প্রতি খারাপ আচরণেরও অভিযোগ আছে উমর আকমলের বিরুদ্ধে।

নিজের মতো করে জীবনটা উপভোগ করতে চান উমর
ছবি: ইনস্টাগ্রাম
আরও পড়ুন

ইউটিউব অনুষ্ঠানে উমর বলেছেন, ‘অনেক ক্রিকেটারই আমার সম্পর্কে বলে যে আমি নাকি পরিপক্ব নই। আমি তাদের সাবধান করে দিতে চাই। দয়া করে তারা যেন আমার মুখ না খোলায়। এই ক্রিকেটারদের অনেক গোপন তথ্য আমার কাছে রক্ষিত আছে। আমি যদি কথা বলা শুরু করি, তাহলে পাকিস্তানের সাধারণ মানুষ খেলা দেখাই ছেড়ে দেবে।’

উমর আকমল, যখন খেলতেন পাকিস্তান দলে।
ছবি: এএফপি

সম্প্রতি টিকটকে উমরের নাচের ভিডিও ভাইরাল হয়েছে। এ নিয়ে নেট–মাধ্যমে চলেছ সমালোচনা। পাকিস্তান দলের বাইরে থাকা এই ক্রিকেটারের যুক্তি, ‘আমি সবাইকে একটা প্রশ্ন করতে চাই, আপনারা কি আপনাদের ভাইবোনের বিয়েতে কখনো নাচ–গান করেননি? যদি কেউ নিজেদের ভাইবোনের বিয়েতে নাচ–গান না করেন, তাহলে তাঁরা তা কোথায় করবেন? রাস্তায়? দেখুন, আমার জীবন আমি কীভাবে উপভোগ করব, তার পূর্ণ স্বাধীনতা আমার আছে। কারও এ ব্যাপারে কিছু বলার থাকতে পারে বলে আমি মনে করি না।’

পাকিস্তানের হয়ে খুব বড় হয়নি উমর আকমলের ক্যারিয়ার। খেলেছেন মাত্র ১৬টি টেস্ট। ওয়ানডে খেলেছেন ১২১টি, টি–টোয়েন্টি ৮৪টি। সম্প্রতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলেছেন। ৬ ম্যাচে মাঠে নেমে ভালো কিছুই করতে পারেননি। তাঁর সেরা ইনিংস ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে অপরাজিত ৪৩।