বিরাট কোহলিছবি: এএফপি

টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার টুয়েলভে আজ ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। টি-টোয়েন্টিতে আগের ১১ দেখায় বাংলাদেশের বিপক্ষে ১০ টি ম্যাচেই জিতেছে ভারত। পরিসংখ্যান ভারতের পক্ষে কথা বললেও বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই ভারতের সামনে। কারণ পা ফসকালেই ভারতের সেমিফাইনাল স্বপ্নে বড় ধাক্কা লাগবে।

অ্যাডিলেড ওভালের এ ম্যাচে ভারত আবারও তাকিয়ে থাকবে বিরাট কোহলি দিকে। বিশ্বকাপের এখন পর্যন্ত খেলা তিন ম্যাচে ২টিতেই ফিফটি করেছেন কোহলি। আছেন সেরা ছন্দে। ব্যাট কথা বললে যে কোহলির মেজাজও ফুরফুরে থাকে সেটাই বোঝা গেল কাল অ্যাডিলেডে ভারতের নেট সেশনে।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিতে নেটে ব্যাট করছিলেন কোহলি। নেটের পেছনে দাঁড়িয়ে সেই অনুশীলন দেখার পাশাপাশি রেকর্ড করছিলেন ভারতের সংবাদকর্মী বিমল কুমার। ব্যাটিংয়ের এক ফাঁকে কোহলি ঘুরে দাঁড়িয়ে সেই সংবাদকর্মীকে মজা করে বলেন, ‘খেলতে চান? ব্যাট করতে চলে আসুন।’ ভারতীয় তারকার এমন মন্তব্যে বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়েন সেই সংবাদকর্মী, জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস।’

অনুশীলন শেষে বাংলাদেশ ম্যাচ নিয়ে কোহলি কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলেননি। তবে সেই সাংবাদিকের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গেছে কোহলিকে। নেটে অনেকটা ব্যাটিং কোচও বনে গিয়েছিলেন কোহলি। বিশ্বকাপে ছন্দে নেই দলের ওপেনার লোকেশ রাহুল। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সহ-অধিনায়কের প্রথম একাদশে থাকা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। বাংলাদেশ ম্যাচের আগে এই ওপেনারকে ছন্দে ফেরাতে নেটে রাহুলের ‘ক্লাস’ নেন কোহলি।

অস্ট্রেলিয়ার উইকেটে কীভাবে রান পেতে হয় সেটা কোহলির চেয়ে ভালো কে জানে! তাই অস্ট্রেলিয়ায় রান পেতে রাহুলের ফুটওয়ার্ক, শট সিলেকশন নিয়ে অনেকক্ষণই কথা বলেছেন এই ব্যাটসম্যান। এখন দেখা যাক, রাহুল বাংলাদেশের বিপক্ষে কোহলির দেওয়া পরামর্শ কাজে লাগাতে পারেন কি না।

রাহুল রানখরার মধ্যে থাকলেও বাংলাদেশের বিপক্ষে ওপেনিং জুটিতে তাঁকে রোহিত শর্মার সঙ্গী করার কথা নিশ্চিত করেছেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। এই ওপেনারের ওপর এখনো ভরসা রাখছে ভারতের টিম ম্যানেজমেন্ট।