করোনায় আক্রান্ত অ্যাডাম জাম্পা

করোনা পজিটিভ হয়েছেন অ্যাডাম জাম্পাএএফপি

শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ ম্যাচের আগে করোনাভাইরাস পজিটিভ হয়েছেন অস্ট্রেলিয়া লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের এক মুখপাত্র নিশ্চিত করেছেন এটি। যদিও তিনি জানিয়েছেন, জাম্পার উপসর্গ মৃদু।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় পার্থ স্টেডিয়ামে আজকের ম্যাচে খেলা শঙ্কার মুখে পড়ে গেল জাম্পার। তিনি না খেলতে পারলে এখনকার বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য বড় এক ধাক্কাই হতে যাচ্ছে। আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ৭ নম্বর বোলার জাম্পা, অস্ট্রেলিয়ার অন্যতম ভরসার নামও।

আরও পড়ুন

অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হলেও কোনো ক্রিকেটারের খেলতে বাধা নেই। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ‘পজিটিভ’ হয়েও খেলেছিলেন আয়ারল্যান্ডের জর্জ ডকরেল।

জাম্পাকে শেষ পর্যন্ত দলে নেওয়া হলেও তিনি আলাদা করে মাঠে যাবেন। দলের অন্যদের সঙ্গেও তাঁর যোগাযোগ ‘সীমিত’ রাখা হবে। তবে জাম্পা না খেলতে পারলে দলে আসতে পারেন বাঁহাতি স্পিনার অ্যাশটন অ্যাগার।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডের কাছে নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর এরই মধ্যে কোণঠাসা অবস্থায় চলে গেছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচে তাই জয়টা গুরুত্বপূর্ণ তাদের জন্য। অন্যদিকে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দেওয়ার পর উজ্জীবিত শ্রীলঙ্কা।

নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া
এএফপি

করোনাভাইরাসের কড়াকড়ির ক্ষেত্রে অন্যতম ছিল অস্ট্রেলিয়া। তবে সম্প্রতি সেসব শিথিল করা হয়েছে। এ মাসের শুরুতে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বাধ্যতামূলক আইসোলেশনের নিয়ম তুলে নিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

গত বছর সংযুক্ত আরব আমিরাতে জৈব সুরক্ষাবলয়ের মধ্যে থেকে বিশ্বকাপ হলেও এবার সেটি হচ্ছে উন্মুক্তভাবেই। এমসিজিতে ভারত-পাকিস্তানের রোমাঞ্চকর লড়াই দেখেছেন ৯০ হাজারের ওপর দর্শক। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও ২৫ হাজারের মতো দর্শক থাকবেন বলে আশা করা হচ্ছে।