গত মার্চের কথা। অস্ট্রেলিয়ার বিপক্ষে করাচি টেস্টে চতুর্থ ইনিংসে ৫০৬ রান তাড়া করতে নেমে পাকিস্তান ৭ উইকেটে ৪৪৩ রান তুলেছিল। পাহাড়সমান লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে পাকিস্তান সেদিন জিততে না পারলেও রোমাঞ্চকর ড্র নিয়ে মাঠ ছাড়ে।

অধিনায়ক বাবর আজম ও আবদুল্লাহ শফিক তৃতীয় উইকেট জুটিতে ২২৮ রান যোগ করেন। বাবরের সঙ্গে মোহাম্মদ রিজওয়ানও সেঞ্চুরি পার্টনারশিপ গড়েন। সেই ম্যাচে শফিক ৯৬ রান করেন। বাবর ১৯৬ রান করে আউট হলেও রিজওয়ান ১০৪ রান করে অপরাজিত ছিলেন।

গল টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের বাবর আজম ও শ্রীলঙ্কার প্রবাত জয়াসুরিয়া
ছবি: এএফপি

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের চতুর্থ দিন শেষেও সেই করাচি টেস্ট ড্র করার গল্প পাকিস্তানিদের অনুপ্রেরণা হয়ে এল। শ্রীলঙ্কা চতুর্থ ইনিংসে ৫০৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে পাকিস্তানকে। রান তাড়ায় পাকিস্তান চতুর্থ দিন শেষে ১ উইকেটে ৮৯ রান করেছে। ৪৬ রান করে ক্রিজে আছেন ইমাম–উল–হক। করাচি টেস্টের নায়ক বাবর খেলছেন ২৬ রানে।

ম্যাচের এমন অবস্থা থেকে পাকিস্তানের জিততে হলে দরকার ৪১৯ রান। পাকিস্তান দলের ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ এমন পরিস্থিতিতে করাচি টেস্ট মনে করিয়ে দিলেন। জিততে না পারলেও পাকিস্তান গল টেস্ট হারতে চায় না, সেটি পরিষ্কার জানিয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক এই ব্যাটসম্যান।

বাবর ও রিজওয়ানের দিকে তাকিয়ে থাকবে পাকিস্তান
ছবি: পিসিবি টুইটার

আজ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ইউসুফ বলেছেন, ‘আমরা এর আগেও অস্ট্রেলিয়ার সঙ্গে এমন লক্ষ্যে ম্যাচ ড্র করেছি। আমাদের মনে হয়, প্রায় একই সময়ে কাছাকাছি রান লাগবে এই ম্যাচ জিততে। করাচির সে ম্যাচে বাবর ১৯৬ রানের দারুণ এক ইনিংস খেলেছিল। শফিক ও রিজওয়ান ভালো খেলেছিল। এই ম্যাচে যেভাবে বাবর ও ইমাম খেলছে, আগামীকালের খেলাটা ভালোই হবে আশা করি।’

পঞ্চম দিনের রান তাড়ায় বিশেষ কোনো পরিকল্পনা নেই পাকিস্তানের। গলের উইকেটে শেষ দিনে স্বাভাবিক ব্যাটিংটাই করতে চায় সফরকারীরা। প্রথম সেশনের পর পরিস্থিতি বুঝে জয় অথবা ড্র করার চেষ্টা করবে বলে জানিয়েছেন ইউসুফ। তাঁর কথা, ‘আমরা প্রথম সেশনটা দেখব। দেখি ছেলেরা কেমন করে। আমরা যদি ভালো করি, তাহলে চেষ্টা করব এই রান তাড়া করার। ইমাম ও বাবর আজ শেষ সেশনে ভালো করেছে। আশা করছি, ওরা দুজন সারা দিন ব্যাট করতে পারবে।’