গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে থিরিমান্নে

দুর্ঘটনায় থিরিমান্নের গাড়ির সামনের অংশ দুমড়ে–মুচড়ে যায়এক্স

শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক লাহিরু থিরিমান্নে দেশটির উত্তরাঞ্চলের শহর অনুরাধাপুরার কাছে গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। থিরিমান্নে যে গাড়িতে ছিলেন, তার সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয় আজ সকালে।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, থিরিমান্নের চোট ঠিক কতটা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অনুরাধারপুরার টিচিং হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। থিরিমান্নের গাড়িতে থাকা আরও এক ব্যক্তি চিকিৎসা নিতে একই হাসপাতালে ভর্তি হয়েছেন। ইএসপিএনক্রিকইনফো আরও জানিয়েছে, তীর্থযাত্রায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয় থিরিমান্নের গাড়ি।

শ্রীলঙ্কায় চলমান লিজেন্ডস ক্রিকেট ট্রফিতে নিউইয়র্ক সুপারস্টার স্ট্রাইকার্সের হয়ে খেলছেন থিরিমান্নে। শ্রীলঙ্কার ওয়েব পোর্টাল ‘নিউজওয়্যার’ থিরিমান্নের দুর্ঘটনা নিয়ে নিউইয়র্ক সুপারস্টার স্ট্রাইকার্স বিবৃতি প্রকাশ করেছে।

ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, ‘পরিবারকে সঙ্গে নিয়ে একটি মন্দিরে যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনার শিকার হন থিরিমান্নে। তাঁদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর আমরা সৌভাগ্যবশত নিশ্চিত করতে পারছি, সবাই নিরাপদ এবং সুস্থ আছেন।’

আরও পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেটে থিরিমান্নের অভিষেক ২০১০ সালে। শ্রীলঙ্কার হয়ে ৪৪ টেস্ট, ১২৭ ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি খেলেছেন থিরিমান্নে। ২০২২ সালের মার্চে শ্রীলঙ্কার হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন থিরিমান্নে। সেটি ছিল বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ।

২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছিলেন থিরিমান্নে
এএফপি

শ্রীলঙ্কার হয়ে তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, দুটি ওয়ানডে বিশ্বকাপ ও দুটি এশিয়া কাপেও খেলেছেন থিরিমান্নে। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপ দুটোই জিতেছেন তিনি। সে বছর এশিয়া কাপে সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন, পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি। গত বছর জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন থিরিমান্নে।