বাবর বললেন, একটা ম্যাচের জন্য অধিনায়কত্ব যাবে না

বাবর আজমছবি: এএফপি

ব্যাটসম্যান বাবর আজম নাকি অধিনায়ক বাবর আজম, কার সমালোচনা বেশি হয়? উত্তরটা সহজ। অধিনায়ক বাবরের। পাকিস্তান ক্রিকেটে অধিনায়ক বাবরকে নিয়ে কাটাছেঁড়া দৈনন্দিন বিষয়। ওয়ানডে বিশ্বকাপে বাবর ভারতে এসেছেন নানা সমালোচনা মাথায় নিয়ে। ওয়ানডে সংস্করণে অধিনায়ক হিসেবে বাবরের প্রথম বিশ্বকাপ এটি। আর সেটাই হচ্ছে ভারতে।

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে যদি প্রথমবারের মতো পাকিস্তান ভারতকে হারাতে পারে, তাহলে অধিনায়ক বাবরের নিন্দা নিশ্চিতভাবেই কমে যাবে, বন্ধও হয়ে যেতে পারে। আর যদি পাকিস্তান হেরে যায়, তাহলে হবে উল্টোটা। সমালোচকদের কথায় ধার বাড়বে। এমন যখন পরিস্থিতি, তখন সংবাদ সম্মেলনে বিদেশি সাংবাদিকও বাবরকে অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করতে ভোলেননি। বাবর অবশ্য সেই সাংবাদিকের প্রশ্নের জবাবে যা বলেছেন, তাতে অধিনায়কত্ব নিয়ে তাঁকে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছে।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে বাবরকে সাংবাদিকের প্রশ্নটা ছিল এমন—এটা এমন ম্যাচ, যেটা নিয়ে আপনার দেশের মানুষ বলে, সব ম্যাচে হারলে হারো, তবে ভারতের বিপক্ষে নয়। এই ম্যাচের চাপে অনেক অধিনায়ক অধিনায়কত্বই হারিয়ে বসেন। এর চাপটা কেমন? টিম মিটিংয়ে সতীর্থদের কাছে কী চাইবেন?

মিকি আর্থারের সঙ্গে বাবর
ছবি: এএফপি

এ প্রশ্নে বাবর যা বলেছেন তা শুনুন তাঁর মুখেই, ‘এই ম্যাচের কারণে আমার অধিনায়কত্ব চলে যাবে কি না তা নিয়ে আমি উদ্বিগ্ন নই। যা সৃষ্টিকর্তা লিখে রেখেছেন, সেটাই হবে। আমার যা প্রাপ্য, সেটাই পাব। একটা ম্যাচের কারণে আমি অধিনায়কত্ব পাইনি, আবার একটা ম্যাচের জন্য আমার অধিনায়কত্ব যাবে না।’

আরও পড়ুন

ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারত এগিয়ে ৭-০ ব্যবধানে। টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য একবার ভারতকে হারিয়েছিল পাকিস্তান। সেটা এই বাবরের নেতৃত্বেই। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল বাবরের পাকিস্তান।

আগামীকাল আহমেদাবাদে বেলা ২টা ৩০ মিনিটে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে। ভারত তাদের প্রথম দুই ম্যাচে জিতেছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে। অন্যদিকে পাকিস্তান হারিয়েছে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪৪ রান তাড়া করে জিতেছিল পাকিস্তান। যেটা ছিল বিশ্বকাপে রান তাড়া করে জেতার রেকর্ড। ইমরান খান, ওয়াসিম আকরাম, শহীদ আফ্রিদির মতো অধিনায়কেরা যা পারেননি, বাবর কি সেটা পারবেন? সেটা সময়ই বলবে।

আরও পড়ুন