ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে পান্ডিয়া–পন্ত যা বললেন

অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্তবিসিসিআই

এগিয়ে আসছে আরেকটি ভারত–পাকিস্তান ম্যাচ। ৯ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে দেখা হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের। এর আগে এই ম্যাচ নিয়ে বাড়ছে আলোচনা।

দুই দেশের সাবেক ক্রিকেটার আর সমর্থকদের সঙ্গে ম্যাচটি নিয়ে কথা বলতে শুরু করেছেন ভারত ও পাকিস্তানের বিশ্বকাপ দলে যাঁরা আছেন, তাঁরাও। ম্যাচটি নিয়ে স্টার স্পোর্টসে কথা বলেছেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্ত।

রাজনৈতিক বৈরিতায় ভারত ও পাকিস্তান ক্রিকেট দল এক যুগের বেশি সময় ধরে দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয় না। তাই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই দেখতে ক্রিকেটপ্রেমীদের বিশ্বকাপ কিংবা এশিয়া কাপের দিকে চাতক পাখির মতো চেয়ে থাকতে হয়। এই ম্যাচের টিকিটের চাহিদাও থাকে অন্য যেকোনো ম্যাচের তুলনায় বেশি।

পন্ত–পান্ডিয়ার ওপর ভারতের মিডল অর্ডারের দায়িত্ব
বিসিসিআই

নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৩৪ হাজার। তবে টিকিটের জন্য এর ২০০ গুণ বেশি আবেদন জমা পড়েছে বলে গত ফেব্রুয়ারিতে জানিয়েছিল আইসিসি।

পান্ডিয়া এমন সমর্থনের জন্য দর্শকদের কৃতজ্ঞতা জানিয়েছেন, ‘যেখানেই যাবেন, সমর্থকদের দেখবেন। আমি নিশ্চিত, সবাই চান, আমরা যেন পাকিস্তান ম্যাচে জয় পাই। এটা স্বাভাবিক, এটা আমি মেনে নিই। একই সঙ্গে এসব থেকে দূরে থাকার চেষ্টাও আমি করি, মাঠে মনোযোগ দেওয়ার চেষ্টা করি। আমি সমর্থকদের প্রতি কৃতজ্ঞ, তাঁরা তাঁদের সবটুকু ভালোবাসা দিয়ে আমাদের সমর্থন দেন। তবে আমরা যখন মাঠে যাই, তখন অন্য কিছু নিয়ে ভাবতে পারি না।’

আরও পড়ুন

পন্ত বলেন, ‘এটা সব সময়ই রোমাঞ্চকর। কারণ, ম্যাচটি বিশেষ। এই সব ম্যাচের বাড়তি চাপ থাকে, কারণ মানুষ অনেক দিন এটাকে মনে রাখে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে পাকিস্তান। তবে ২০০৭ সালে প্রথম আসরের ফাইনালসহ তারা হেরেছে ছয়টিতেই। পাকিস্তানের জয় ২০২১ সালে দুবাইয়ে গ্রুপ পর্বের ম্যাচটিতে।

আরও পড়ুন