আইসিসির মাসসেরা রাচিন রবীন্দ্র

বিশ্বকাপে তৃতীয় শতক তুলে নিয়েছেন রাচিন রবীন্দ্রছবি: এএফপি

দারুণ একটা বিশ্বকাপ কাটছে রাচিন রবীন্দ্রর। নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা ৯ ইনিংসে ৩টি শতক ও ২টি অর্ধশতকসহ ৭০.৬২ গড়ে করেছেন ৫৬৫ রান। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনিই।

রবীন্দ্র বিশ্বকাপে তাঁর ৩টি শতকের দুটিই করেছেন অক্টোবর মাসে, অধর্শতক ২টিও অক্টোবরেই। একই সঙ্গে অক্টোবর মাসে বিশ্বকাপে ৩টি উইকেটও নিয়েছেন কিউই অলরাউন্ডার। মাসজুড়ে দুর্দান্ত এই পারফরম্যান্সের পুরস্কারও পেলেন রবীন্দ্র। আইসিসির অক্টোবর মাসের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। মাসের সেরা পুরুষ ক্রিকেটার হওয়ার পথে এই অলরাউন্ডার হারিয়েছেন কুইন্টন ডি কক ও যসপ্রীত বুমরাকে।

ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটার হেইলি ম্যাথুস
ছবি: এএফপি

২৩ বছর বয়সী রবীন্দ্র বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন মাত্র ১২টি ওয়ানডে। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই দারুণ ছন্দে ছিলেন তিনি। প্রথম ম্যাচে খেলেছেন অপরাজিত ১২৩ রানের অসাধারণ এক ইনিংস। আহমেদাবাদে তাঁর এই ইনিংসে ভর করেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে দারুণ শুরু করে নিউজিল্যান্ড।

এ ছাড়া নেদারল্যান্ডস ও ভারতের বিপক্ষে করেন অর্ধশতকের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে পেয়েছেন শতক। ৮৯ বলে খেলেছেন ১১৬ রানের ইনিংস। সব মিলিয়ে অক্টোবর মাসে ৬ ইনিংস খেলে রবীন্দ্র ৮১.২০ গড়ে করেছেন ৪০৬ রান।

অক্টোবরের মাসসেরা নারী ক্রিকেটার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুস।