ভলভার্টের ১৮৪*-এর জবাবে আতাপাত্তুর ১৯৫*, রেকর্ড এলোমেলো করে দিল শ্রীলঙ্কা

চামারি আতাপাত্তুছবি: টুইটার

‘কী দারুণ একটা ইনিংস চামারির। তাকে এবং তার দলকে দুর্দান্ত জয়ের জন্য অভিনন্দন।’ এক্সের পোস্টটা সনাৎ জয়াসুরিয়ার। আর লাসিথ মালিঙ্গা বলছেন, মেয়েদের ওয়ানডেতে এটিই সর্বকালের সেরা ইনিংস। কুমারা সাঙ্গাকারা তো বলেই দিয়েছেন, কন্ডিশন বা ভেন্যু যা-ই হোক না কেন, আতাপাত্তুই মেয়েদের ক্রিকেটে সেরা ব্যাটসম্যান।

পচেফস্ট্রুমে চামারি আতাপাত্তু যা করেছেন, তাতে মালিঙ্গা-সাঙ্গাকারার কথাকে বাড়াবাড়ি মনে হওয়ার কথা নয়। ৩০২ রানের লক্ষ্যে আতাপাত্তু খেলেছেন ১৩৯ বলে ১৯৫ রানের অপরাজিত ইনিংস, তাতেই মেয়েদের ওয়ানডের রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছে শ্রীলঙ্কা। ইনিংসে ২৬টি চারের সঙ্গে আতাপাত্তু মেরেছেন ৫টি ছক্কা।

আতাপাত্তুর ইনিংসটি এখন মেয়েদের ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ (অ্যামেলিয়া কারের ২৩২* ও বেলিন্ডা ক্লার্কের ২২৯* রানের পর)। তবে রান তাড়ায় আতাপাত্তুর ইনিংসটিই সর্বোচ্চ। শুধু মেয়েদের ওয়ানডে নয়, সব মিলিয়েই এ সংস্করণে রান তাড়ায় আতাপাত্তুর চেয়ে বড় ইনিংস আছে শুধু গ্লেন ম্যাক্সওয়েলের (২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ২০১*)।

৩ ম্যাচ সিরিজে ১-০-তে পিছিয়ে থেকে শেষ ম্যাচে নেমেছিল শ্রীলঙ্কা। আতাপাত্তুর ওই ইনিংসে তারা লক্ষ্য ছুঁয়ে ফেলেছে ৩৩ বল বাকি থাকতেই। ক্যারিয়ারে আতাপাত্তুর এটি নবম সেঞ্চুরি। মেয়েদের ওয়ানডেতে শ্রীলঙ্কার সেঞ্চুরিগুলোর সবই আতাপাত্তুর।

ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস খেলার পথে আতাপাত্তু গড়ে ফেলেছেন আরেকটি অনন্য কীর্তিও। মেয়েদের ওয়ানডেতে এখন তিনিই একমাত্র ব্যাটার, যাঁর একাধিক ১৭৫ বা এর বেশি রানের ইনিংস আছে। এর আগে ২০১৭ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন এ বাঁহাতি, তবে এরপরও শ্রীলঙ্কা তুলেছিল ২৫৭ রান। যে ম্যাচ পরে হেরেছিল তারা।

আরও পড়ুন

গতকাল আর তেমন কিছু হয়নি। আর তাতেই ম্লান হয়ে গেছে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক লরা ভলভার্টের দারুণ এক ইনিংস। ভলভার্ট খেলেছেন ১৮৪ রানের অপরাজিত ইনিংস, মেয়েদের ওয়ানডেতে যেটি পঞ্চম সর্বোচ্চ, দক্ষিণ আফ্রিকান কোনো ব্যাটারের সর্বোচ্চ। ভলভার্টের ইনিংসে ছিল ২৩টি চার ও ৪টি ছক্কা।

১৮৪ রানের অপরাজিত ইনিংস খেলেন লরা ভলভার্ট
এক্স/প্রোটিয়াস উইমেন

অমন ইনিংসের পরও ভলভার্ট জয়ের স্বাদ পাননি। তবে পরে আতাপাত্তুর ইনিংসে রেকর্ড বইয়ে ঢুকে গেছেন তিনিও। পুরুষ বা নারী ওয়ানডেতে এর আগে কখনোই একই ম্যাচে দুটি ১৭৫ বা এর বেশি রানের ইনিংস ছিল না।

পুরুষদের ওয়ানডেতে একই ম্যাচে ১৫০ বা এর বেশি রানের ইনিংসের ঘটনা আছে ছয়টি। তবে চারবারই এমন দুটি ইনিংস ছিল একই দলের ব্যাটসম্যানদের। মেয়েদের ওয়ানডেতে এক ম্যাচে একাধিক ১৫০ রানের ইনিংস এর আগে ছিল মাত্র একবার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৭ সালের ওই ম্যাচে আতাপাত্তুর ১৭৮ রানের জবাবে অস্ট্রেলিয়া অধিনায়ক মেগ ল্যানিং করেছিলেন অপরাজিত ১৫২ রান।

সেদিন ল্যানিংয়ের ইনিংসে ম্লান হয়ে গিয়েছিলেন আতাপাত্তু। কাল তিনি ম্লান করে দিলেন ভলভার্টকে। এমন ইনিংসের পর এক্সে জয়াসুরিয়ার পোস্টটি শেয়ার করে আতাপাত্তু লিখেছেন, ‘ধন্যবাদ কিংবদন্তি। আমার জীবনের সুপারহিরো। আপনিই আমাকে এটি করতে অনুপ্রেরণা জুগিয়েছেন।’

আতাপাত্তু যা করেছেন, তাতে জয়াসুরিয়ার গর্বিতই হওয়ার কথা।