সেমিফাইনালে টস জেতার প্রভাব নিয়ে যা বললেন রোহিত

ভারতের অনুশীলনে অধিনায়ক রোহিত শর্মারয়টার্স

লিগ পর্বে দুর্দান্ত ক্রিকেট খেলে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। বিশ্বকাপ জিততে এখন আর মাত্র দুটি ম্যাচের অপেক্ষা। যার প্রথমটি আগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচ জিতলেই ফাইনালে ভারত খেলবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচের জয়ী দলের বিপক্ষে। তবে ফাইনালের ভাবনা সরিয়ে রেখে রোহিতকে আপাতত ভাবতে হচ্ছে আগামীকালের ম্যাচ নিয়ে। যেখানে ফল নির্ধারক হয়ে উঠতে পারে টস।

ওয়াংখেড়েতে হওয়া বিশ্বকাপের আগের ম্যাচগুলোর দিকে তাকালে দেখা যাবে আগে ব্যাট করা দলই এখানে বাড়তি সুবিধা পেয়েছে। যেখানে ৪ ম্যাচের ৩টিতেই আগে ব্যাট করা দল ৩৫০–এর বেশি রান করেছে। আর দলগুলো জিতেছে যথাক্রমে ২২৯, ১৪৯ এবং ৩০২ রানে। শুধু শেষ ম্যাচটাই খানিকটা ব্যতিক্রম।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে আগে ব্যাট করে ২৯১ রান করে আফগানিস্তান। ৯১ রানে অস্ট্রেলিয়ার ৭ উইকেট তুলে নিয়ে ম্যাচটা আফগানিস্তান প্রায় জিতেই গিয়েছিল। তবে শেষ পর্যন্ত ম্যাচের রূপ বদলে গিয়েছিল গ্লেন ম্যাক্সওয়েলের দানবীয় ২০১ রানের ইনিংসে। তবে সেটিকে উজ্জ্বল ব্যতিক্রম ভাবা হলে যেকোনো দলই এখানে টসে জিতে আগে ব্যাট করতে চাইবে। তবে ভারত অধিনায়ক রোহিত শর্মার ভাবনাটা খানিকটা ভিন্ন। তাঁর বিশ্বাস, ম্যাচের ফলে টস কোনো প্রভাব ফেলবে না।

আজ সংবাদ সম্মেলনে রোহিতের কাছে টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কি না—জানতে চাইলে রোহিত বলেছেন, ‘দেখুন সত্যি কথা বলতে আমি এখানে অনেক ক্রিকেট খেলেছি। এই চার কিংবা পাঁচ ম্যাচ ওয়াংখেড়ে নিয়ে আপনাকে খুব বেশি কিছু বলবে না। ওয়াংখেড়ে নিয়ে আমি খুব বেশি কথা বলতে চাই না। তবে আমি বিশ্বাস করি যে টস কোনো ফ্যাক্টর হবে না।’

উইকেট দেখছেন রোহিত
রয়টার্স

বিশ্বকাপে ভারত খেলছে পাঁচ বোলার নিয়ে। এর আগে বাংলাদেশ ম্যাচে হার্দিক পান্ডিয়া চোটে পড়লে কিছুটা বিপাকেই পড়ে ভারত। আবার তেমন পরিস্থিতি এলে কিংবা কারও দিন খারাপ গেলে দুশ্চিন্তায় পড়তে হতে পারে রোহিতকে। অন্যদিকে এই ভারতই আবার নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ জন বোলার দিয়ে বল করিয়েছে।

আরও পড়ুন

সব মিলিয়ে বোলিংয়ের সমন্বয় নিয়ে কী ভাবছেন রোহিত—জানতে চাইলে ভারত অধিনায়ক বলেছেন, ‘হার্দিক চোটে পড়ার পর আমরা নিজেদের বোলিংয়ের সমন্বয় বদলে গেছে। এর আগে প্রথম ম্যাচ থেকেই আমাদের চেষ্টা ছিল বাকিদের দিয়ে কীভাবে বোলিং করানো যায়, কবে করানো যায়। পরিস্থিতি তৈরি হওয়াও জরুরি। শেষ ম্যাচে এমন পরিস্থিতি এসে যে কিছু বিষয় চেষ্টা করে দেখা যেত। বিকল্প আছে, এটা খুব ভালো। আশা করছি, এর প্রয়োজন হবে না।’