জাতীয় লিগে আকবরের প্রথম শতক

জাতীয় লিগে আজ শতক পেয়েছেন আকবর আলীছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে নিজের সর্বশেষ ম্যাচে ১২৯ রানের ইনিংস খেলেছেন। জাতীয় ক্রিকেট লিগেও শতক করে ছন্দটা ধরে রাখলেন আকবর আলী। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা মহানগরের বিপক্ষে রংপুর বিভাগের হয়ে আজ প্রথম দিন শেষে আকবর অপরাজিত ১৬২ রানে। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর প্রথম শতকের সৌজন্যে রংপুর দিন শেষে ৩ উইকেটে ২৭৭ রান করেছে।

আরও পড়ুন

তবে ব্যাটিংয়ে রংপুরের শুরুটা ভালো ছিল না। ১৫ রানেই দুই ওপেনার অনিক সরকার ও মেহেদী মারুফ আউট হন শহীদুল ইসলামের বলে। বিপদ সামাল দিতে চারে নামেন অধিনায়ক আকবর।

প্রথমে আবদুল্লাহ আল মামুনের সঙ্গে ২৩ রানের ছোট্ট জুটি, এরপর তানভীর হায়দারের সঙ্গে ২৩৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনের খেলা শেষ করেন আকবর। তানভীর খেলেছেন ১৯৮ বলে ৭৭ রানের ইনিংস। আকবরের ব্যাট থেকে এসেছে ২২৫ বলে ১৬২ রান। ১৪টি চার ও ৩টি ছক্কা ছিল তাঁর ইনিংসে।

শতকের অপেক্ষায় আছেন মাহিদুল
ফাইল ছবি

শতকের অপেক্ষায় আছেন আরেক উইকেটকিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে ৮৯ রানে অপরাজিত আছেন তিনি। তাঁর দল ঢাকা দিন শেষে করেছে ৮ উইকেটে ২৪৪ রান।

আরও পড়ুন

দিনের অন্য দুই ম্যাচে দাপট দেখিয়েছেন বোলাররা। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বরিশাল বিভাগকে ১৯৬ রানে অলআউট করেছে রাজশাহী বিভাগ। দিন শেষে রাজশাহী ২ উইকেট হারিয়ে করেছে ৭৭ রান।

রাজশাহীর শেখ কামারুজ্জামান স্টেডিয়ামে চট্টগ্রামের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি খুলনা। ১৫৫ রানে অলআউট হয়েছে নুরুল হাসানের দল। চট্টগ্রাম শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ৫১ রান করেছে।