আজ হারলেও সিরিজে সমতা ফেরানোর সুযোগ পাচ্ছে বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেছেন অধিনায়ক নিগারছবি : এসএলসি

সিরিজটা ছিল ৩ ম্যাচের। প্রথম ওয়ানডেতে বৃষ্টির কারণে খেলা হতে পেরেছে মাত্র ৩৬.৪ ওভার। শ্রীলঙ্কা ৬ উইকেট হারিয়ে ১৫২ রান তোলার পর আর মাঠে গড়ায়নি বল। দ্বিতীয় ওয়ানডেতে বলই মাঠে গড়ায়নি। সূচিতে সামান্য পরিবর্তন এনে তাই একটি ওয়ানডে বাড়ানো হয়েছে। তাই কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে আজ সিরিজের তৃতীয় ম্যাচটিতে বাংলাদেশের মেয়েরা হেরে গেলেও সিরিজ ড্র করার সুযোগ থাকছে।

বৃষ্টির কারণে এ ম্যাচটিও অবশ্য ৩০ ওভারে নামিয়ে আনা হয়। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে শ্রীলঙ্কার মেয়েরা। রান তাড়া করতে নেমে ২৯.৪ ওভারে ১২৮ রান তুলে অলআউট হয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের মেয়েরা আসলে ওশাদি রানাসিংহের ঘূর্ণি জালে আটকা পড়েছে। শ্রীলঙ্কার এই অফ স্পিনার দুই নম্বরে বোলিং করতে এসে ৬ ওভারে ৩৪ রান দিয়ে ৫ উইকেট নেন। বাংলাদেশের প্রথম ৬ ব্যাটারের চারজনকেই আউট করেন রানাসিংহে।

ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রান অধিনায়ক নিগার সুলতানার। ৫১ বলে ১ চার ও ২ ছয়ে ৩৭ রান করেন নিগার। ৪৬ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন ফারজানা হক।

এর আগে শ্রীলঙ্কা যে দুই শর কাছাকাছি রান তুলতে পেরেছে, এতে বড় অবদান ওপেনার চামারি আতাপাত্তু ও তিন নম্বরে ব্যাট করতে নামা হার্শিতা সামারবিক্রমার। অধিনায়ক আতাপাত্তু ৬০ বলে ৬টি চার ও ৪টি ছয়ে ৬৪ রান করেন। বিক্রমাসিংহে ১টি চার ও ২টি ছয়ে ৪৮ বলে ৪৫ রান করে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন জাহানারা আলম, সুলতানা খাতুন, নাহিদা আক্তার, রিতু মনি ও ফাহিমা খাতুন।