এত বড় ‘নো’ বল, টি–টেন লিগে এসব হচ্ছেটা কী

এত বড় ‘নো’ বল! ঘটনাটি আবুধাবিতে চলমান টি–টেন লিগেরছবি: টুইটার

ক্রিকেট ম্যাচে ‘নো’ বল তো হবেই। বেশির ভাগ ক্ষেত্রেই সেই ‘নো’ বল হয় বোলারদের ওভার স্টেপিংয়ের কারণে। বোলারের পা সত্যিই ক্রিজের বাইরে গেছে কি না, কখনো কখনো তা দেখতে টিভি রিপ্লেও দেখতে হয়। কিন্তু টি-টেন লিগে গতকাল এমনই এক ‘নো’ বল হয়েছে, সেটা দেখে চোখ ছানাবড়া হয়ে গেছে বিশ্বজোড়া ক্রিকেটপ্রেমীদের।

চেন্নাই ব্রেভস ও নর্দার্ন ওয়ারিয়র্সের ম্যাচে সেই ‘নো’ বলটি করেছেন ভারতীয় পেসার অভিমন্যু মিথুন। ২ ওভার বোলিং করে ১১ রানে ২ উইকেট নিয়েছেন নর্দার্ন ওয়ারিয়র্সের পেসার অভিমন্যু। কিন্তু তাঁর দল হেরেছে ৫ উইকেটে।

দল না জিতলেও সব মিলিয়ে ভালো বোলিংই করেছেন অভিমন্যু। ২ ওভারে একটিই ‘নো’ বল দিয়েছেন। কিন্তু সেটি এমন যে সমালোচনার তির ধেয়ে যাচ্ছে তাঁর দিকে। ৩৪ বছর বয়সী ভারতীয় পেসার যে প্রায় ২ ফুট ওভার স্টেপিং করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ‘নো’ বলের ছবি আর ভিডিও ভাইরাল হয়ে গেছে এরই মধ্যে। চলছে নানা ধরনের আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একজন লিখেছেন, ‘টি-টেন লিগে এসব হচ্ছেটা কী?’ একজন ‘নো’ বলের ছবিটি দিয়ে লিখেছেন, ‘আবুধাবিতে টি-টেন লিগে একটি নো বল।’ এমন আরও অনেক মন্তব্যই আছে এই ‘নো’ বল নিয়ে।