বিশ্বকাপের মধ্যে পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামামের পদত্যাগ

পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক।ছবি: টুইটার

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ইনজমাম-উল-হক। একই সঙ্গে জুনিয়র নির্বাচক কমিটি থেকেও পদত্যাগ করেছেন। ইনজামামের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নিবন্ধিত একটি খেলোয়াড়দের ব্যবস্থাপনা কোম্পানিতে ইনজামামের শেয়ার আছে এবং সে কারণে দলে খেলোয়াড় নির্বাচনে স্বার্থের সংঘাত তৈরি হয়েছে—এমন অভিযোগ ওঠার পর পিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে। সে কমিটিকে তাদের কাজ ‘স্বচ্ছভাবে’ করে দেওয়ার সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে বিবৃতিতে বলেছেন ইনজামাম। যদি সে কমিটিতে তিনি নির্দোষ প্রমাণিত হন, তাহলে আবার দায়িত্বে ফিরবেন বলেও জানিয়েছেন সাবেক এই অধিনায়ক।

পিসিবি এক্সে (সাবেক টুইটার) এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইনজামাম-উল-হক জাতীয় পুরুষ দলের নির্বাচন কমিটি ও জুনিয়র নির্বাচন কমিটি থেকে পদত্যাগ করেছেন। গত ৭ আগস্ট ২০২৩ সালে তাঁকে জাতীয় পুরুষ দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ মাসের শুরুতে জুনিয়র নির্বাচন কমিটির চেয়ারম্যানও করা হয়।’

ইনজামাম সে বিবৃতিতে সরে দাঁড়ানোর কারণ হিসেবে বলেছেন, ‘সংবাদমাধ্যমে স্বার্থের সংঘাতের যে অভিযোগ উঠেছে, পিসিবিকে সেটির স্বচ্ছ তদন্তের সুযোগ করে দিতে আমি পদ থেকে সরে দাঁড়াচ্ছি। যদি কমিটি আমাকে নির্দোষ হিসেবে খুঁজে পায়, তাহলে আমি প্রধান নির্বাচকের ভূমিকা পালন করে যাব।’

তদন্ত চলাকালীন স্বেচ্ছায় সরে দাঁড়ানোয় ইনজামামের সিদ্ধান্তকে সাধুবাদও জানিয়েছে পিসিবি। এদিকে ডনডটকম জানিয়েছে, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান যুক্ত আছেন, এমন একটি কোম্পানির সঙ্গে ইনজামাম সম্পৃক্ত—সম্প্রতি এমন প্রতিবেদন এসেছে সংবাদমাধ্যমে। তাতে দল নির্বাচনপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে।

ইনজামাম এরপর সামা টিভির একটি অনুষ্ঠানে গিয়ে বলেছেন, তিনি নিজেই এমন অভিযোগ ওঠার পর পিসিবিতে গিয়ে বোর্ডকে তদন্ত করতে বলেন। এরপর ইনজামাম যোগ করেন, ‘এরপর আমি কল পাই যে তারা পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে।’ তদন্ত শেষ হওয়ার আগপর্যন্ত নিজের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলেও সেখানে জানিয়েছিলেন ইনজামাম। তখন পর্যন্ত পিসিবি ইনজামামের সরে দাঁড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়নি, শুধু পাঁচ সদস্যের ওই কমিটি গঠনের বিষয়টি জানিয়েছিল।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে ইনজামাম সামা টিভির ওই অনুষ্ঠানে বলেন, ‘আমরা ক্রিকেটার, দেশের প্রয়োজনে সব সময় কাজ করতে প্রস্তুত। যেহেতু আমি তদন্তের মুখোমুখি আর আমার কাজের প্রকৃতিও এমন, তাদের কাজ করার সুযোগ করে দিতে আমার সরে দাঁড়ানো উচিত।’ এরপর ইনজামাম যোগ করেন, ‘আমিও মানুষ, এগুলো কষ্ট দেয়। ২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করেছি, এমন না যে মানুষ আমাকে জানে না। এ রকম অভিযোগ উঠলে সেটি পীড়া দেয়।’

এমন কোনো কোম্পানির সঙ্গে নিজের সম্পৃক্ততার কথাও অস্বীকার করেন সাবেক এ অধিনায়ক। এবারের আগে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত পাকিস্তানের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছিলেন ইনজামাম। এবার নিয়োগ পাওয়ার পরও কমপক্ষে তিনবার পদত্যাগের হুমকি দিয়েছিলেন তিনি।

বিশ্বকাপে আগামীকাল বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান, এখন পর্যন্ত ৬ ম্যাচে যারা জিতেছে ২টি ম্যাচ। দলের এমন পারফরম্যান্সে প্রধান নির্বাচক ইনজামামেরও সমালোচনা হয়েছিল।