চার দিনও টিকল না ডাকেটের রেকর্ড, ১৭৭ রান করে সবার ওপরে জাদরান

সেঞ্চুরির পর ইব্রাহিম জাদরানের উদ্‌যাপনএএফপি

চার দিন আগেই রেকর্ডটা নতুন করে লিখেছিলেন বেন ডাকেট। ২১ বছরের পুরোনো ওই রেকর্ড ভেঙে দিয়ে ডাকেট নিজের নামটা সবার ওপর রাখতে পারলেন না বেশি দিন। দুর্দান্ত এক ইনিংস খেলে আজ তাঁকে ছাড়িয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক হয়ে গেলেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান।

আরও পড়ুন

ইংল্যান্ডের বিপক্ষে আজ চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে থাকার ম্যাচে ১৪৬ বলে ১৭৭ রানের ইনিংস খেলেছেন ২৩ বছর বয়সী জাদরান। তাঁর ইনিংসে ভর করেই আফগানিস্তান আগে ব্যাট করে তুলেছে ৭ উইকেটে ৩২৫ রান। এই ম্যাচ হেরে গেলে চ্যাম্পিয়নস ট্রফির আশা শেষ হয়ে যাবে তাদের।

আফগানদের হয়ে ইনিংস উদ্বোধনে নেমেছিলেন ইব্রাহিম। তবে শুরুতেই তাঁকে পড়তে হয় প্রতিকূল পরিস্থিতিতে। ৩৭ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে আফগানরা। এরপর হাল ধরে দলকে এগিয়ে নিয়ে গেছেন জাদরান। আউট হয়েছেন ইনিংসের শেষ ওভারে।

উইকেটের চারপাশেই দারুণ কিছু শট খেলেন জাদরান
এএফপি

এর আগেই ছাড়িয়ে যান অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংলিশ ওপেনার বেন ডাকেটের করা ১৬৫ রানের রেকর্ড ইনিংস। ১৪৩ বলে ১৬৫ রানের সেই ইনিংসটা ডাকেট খেলেছেন লাহোরের এই গাদ্দাফি স্টেডিয়ামে। এর আগে চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টল ও জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ারের। ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৭৭ বলে ১৪৫ রান করে অপরাজিত ছিলেন অ্যাস্টল। অ্যান্ডি ফ্লাওয়ার ১৬৪ বলে ১৪৫ রান করেছিলেন ২০০২ সালে ভারতের বিপক্ষে।

আরও পড়ুন

শুধু চ্যাম্পিয়নস ট্রফি নয়, ওয়ানডেতে আফগানিস্তানের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটাও নতুন করে গড়েছেন জাদরান। এর আগের রেকর্ডটা তাঁরই ছিল, ২০২২ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন ১৬২ রানের ইনিংস।

বছরখানেক পর চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ওয়ানডে সংস্করণে ফেরা জাদরান ইনিংস শেষে বলেছেন, ‘এই ম্যাচের আগে আমি রশিদ খানের সঙ্গে কথা বলেছিলাম। যখন আমি ব্যাটিংয়ের আগে রশিদের সঙ্গে কথা বলি, বড় স্কোর করি।’

কৃতিত্ব দিয়েছেন আফগানিস্তানের ইংলিশ কোচ জোনাথন ট্রটকেও, ‘তিনি আমাকে বলেছিলেন, তুমি ভালো খেলেছ। যখনই ৪০ হয়ে যাবে, বড় স্কোর করে আসবে। আমি সেটা মাথায় রেখেছি।’