কোহলিকে নিয়ে আলাদা পরিকল্পনা নেই বাবরদের, সত্যিই কি তা–ই

ভারতের বিরাট কোহলি (ডানে) ও পাকিস্তানের বাবর আজমআইসিসি

৫১.৭৬—টি-টোয়েন্টিতে বিরাট কোহলির গড় এটি। বোঝাই যাচ্ছে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোহলি রান করতে ব্যর্থ হন খুব সামান্যই। এরপরও কিছু প্রতিপক্ষের বিপক্ষে কোহলি আরও ভয়ংকর হয়ে ওঠেন। পাকিস্তান সেসব প্রতিপক্ষের একটি। টি-টোয়েন্টি ক্রিকেট পাকিস্তানের বিপক্ষে কোহলির গড় ৮১.৩৩। দুই দলের সর্বশেষ দেখাতেও একা কোহলির কাছেই হেরেছিল পাকিস্তান

এবারও বিশ্বকাপে ভারত-পাকিস্তান একই গ্রুপে। কোহলিকে থামাতে আলাদা কি পরিকল্পনা করছে পাকিস্তান? অধিনায়ক বাবর আজম গতকাল এই প্রশ্নের উত্তরে অবশ্য জানিয়েছেন কোহলির বিপক্ষে আলাদা কোনো পরিকল্পনা করছেন না তারা। কোহলি পরিকল্পনাতে আসবেন দলীয় পরিকল্পনার অংশ হিসেবেই।

আরও পড়ুন

টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে কোহলি ম্যাচ খেলেছেন ১০টি। ১০ ইনিংসে ফিফটিই করেছেন ৫টিতে। সর্বশেষ এই দুই দলের দেখা হয়েছিল ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে। মেলবোর্নে হওয়া সেই ম্যাচে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলে কোহলি ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। এবারও বিশ্বকাপের আগে কোহলি আছেন দুর্দান্ত ছন্দে। ১১ ইনিংসে ৫৪২ রান করে এখন পর্যন্ত আইপিএলে সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি।

বিশ্বকাপের আগে আইপিএলে কোহলি আছেন দুর্দান্ত ছন্দে
এএফপি

এমন কাউকে নিয়ে হয়তো আলাদা পরিকল্পনা আছেই বাবরের দলের। হয়তো ফাঁস করতে চাইছেন না। সে কারণেই গতকাল আয়ারল্যান্ড সিরিজের জন্য দেশ ছাড়ার আগে বাবর বলেছেন, ‘দল হিসেবে তাদের শক্তিমত্তা বিবেচনায় নিয়ে আপনি সব সময়ই অন্য দল নিয়ে পরিকল্পনা করেন। আমরা কোনো খেলোয়াড়কে নিয়ে আলাদা পরিকল্পনা করছি না। আমরা ১১ জন নিয়েই পরিকল্পনা করি।’

এবারের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে নিউইয়র্কে। নতুন এই মাঠ দুই দলের জন্যই অপরিচিত। বাবর বলেছেন, ‘আমরা নিউইয়র্কের কন্ডিশন সম্পর্কে খুব বেশ জানি না, আবহাওয়ার কথা মাথায় রেখে পরিকল্পনা করা হবে। কোহলি অন্যতম সেরা ক্রিকেটার, সে হিসেবে তাঁকে নিয়ে পরিকল্পনা করা হবে।’

আর পরীক্ষা-নিরীক্ষার সুযোগ দেখছেন না বাবর
এএফপি

বিশ্বকাপের জন্য পাকিস্তান এখনো দল ঘোষণা করেনি। তবে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, এই ১৮ জন থেকে ৩ জন কমিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড সাজানো হবে।

সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে পাকিস্তান বেশ পরীক্ষা-নিরীক্ষা করেছে। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে ৭ টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান দল, সেখানে পরীক্ষার সুযোগ দেখছেন না বাবর, ‘ বিশ্বকাপ কাছেই, এখন অদলবদলের জন্য পর্যাপ্ত সময় নেই। বিশ্বকাপের আগে যেসব ম্যাচ বাকি আছে, সেখানে আমরা বিশ্বকাপে যে দলটা খেলাতে চাই, তাদের সুযোগ দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের সেরা একাদশ নিয়ে বাকি ম্যাচগুলো খেলব।’

আরও পড়ুন