আইপিএলের আগে মোহামেডানে খেলবেন সাকিব

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলেই ঢাকায় ফিরবেন অধিনায়ক সাকিব আল হাসানছবি: শামসুল হক

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলেই ঢাকায় ফিরবেন অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর সফরসঙ্গী হবেন রনি তালুকদার ও মেহেদী হাসান মিরাজ। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে তিনজনেরই চুক্তি মোহামেডানের সঙ্গে। আজ রাতে ঢাকা পৌঁছে আগামীকাল মোহামেডানের হয়ে শেখ জামালের বিপক্ষে খেলবেন এই তিন ক্রিকেটার।

মোহামেডানের ক্লাব কর্মকর্তা তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন, ‘সাকিব কাল খেলবে। ওদের তিনজনের আজ রাতের টিকিট কাটা আছে।’ তবে পরের ম্যাচগুলোতে সাকিব খেলবেন কি না, সেটি নিশ্চিত করেননি তরিকুল ইসলাম।

ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের সময়টা ভালো যাচ্ছে না। পাঁচ ম্যাচ খেলে চারটিতেই হেরেছে ইমরুল কায়েসের দল, বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে এক ম্যাচ। পয়েন্ট তালিকায় এখন তলানিতে ঐতিহ্যবাহী ক্লাবটি। সাকিব ও জাতীয় দলের অন্য ক্রিকেটারদের পেতে তাই মুখিয়ে আছে দলটি।

রাতে ঢাকা পৌঁছে আগামীকাল মোহামেডানের হয়ে শেখ জামালের বিপক্ষে খেলবেন সাকিব
ছবি: তানভীর আহম্মেদ

তবে সাকিবকে লম্বা সময়ের জন্য পাচ্ছে না মোহামেডান। ৪ এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে আয়ারল্যান্ড-বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্ট। আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ–আয়ারল্যান্ড ম্যাচ শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘ আমি না খেলার কোনো কারণ দেখি না। ইনজুরিতে তো নেই। তাহলে খেলবে না কেন?’

আজ শুরু হতে যাওয়া আইপিএলে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স। একই দলের হয়ে আইপিএল খেলার কথা লিটন দাসের। মোস্তাফিজুর রহমানের আইপিএল দল দিল্লি ক্যাপিটালস।