প্রধান কোচ হিসেবে এক মৌসুম টিকলেন লারা, হায়দরাবাদে ভেট্টোরি

এক মৌসুম পরই সরে যেতে হলো লারাকেএএফপি

প্রথমবারের মতো কোনো দলের প্রধান কোচ হিসেবে এক বছরের বেশি থাকা হলো না ব্রায়ান লারার। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তাঁর জায়গায় ড্যানিয়েল ভেট্টোরিকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি।

সর্বশেষ মৌসুমে টম মুডিকে সরিয়ে লারাকে দায়িত্ব দিয়েছিল হায়দরাবাদ। কোনো দলের প্রধান কোচ হিসেবে লারার সেটিই ছিল প্রথম দায়িত্ব। এর আগে হায়দারাবাদেরই কৌশলগত উপদেষ্টা ও ব্যাটিং পরামর্শকের দায়িত্বও পালন করেছিলেন লারা। ফলে তাঁর সঙ্গে দুই বছরের সম্পর্ক ছিল হায়দরাবাদের। সামাজিক যোগাযোগমাধ্যমে লারাকে বিদায় জানিয়ে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘ব্রায়ান লারার সঙ্গে দুই বছরের পথচলা শেষ হচ্ছে বলে আমরা তাঁকে বিদায় জানাচ্ছি। সানরাইজার্সে অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। ভবিষ্যতের জন্য আপনাকে শুভকামনা।’

লারার বিদায়ে হায়দরাবাদের কোচ-বদলের রেকর্ডটা আরেকটু বাজে হলো। ষষ্ঠ মৌসুমে ভেট্টোরি হতে যাচ্ছেন তাদের চতুর্থ কোচ। লারার আগে মুডি তাদের কোচ ছিলেন ২০১৯ ও ২০২২ সালে। মাঝে ২০২০ ও ২০২৩ সালে দায়িত্ব পালন করেছিলেন ট্রেভর বেইলিস। ২০২০ সালের পর থেকে দলটি প্লে-অফে পৌঁছাতে পারেনি।

ভেট্টোরিকে এনে সে ভাগ্যই বদলাতে চায় হায়দরাবাদ। এখন দ্য হানড্রেডে বার্মিংহাম ফিনিক্সের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক স্পিন বোলিং কোচ। অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচের দায়িত্বও পালন করছেন তিনি।

আইপিএলে অবশ্য মোটেও নতুন নন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ ছিলেন তিনি। তাঁর সময়ে ২০১৫ সালে প্লে–অফে উঠেছিল বেঙ্গালুরু, ২০১৬ সালে খেলেছিল ফাইনালে। সে ফাইনালে হায়দরাবাদের কাছেই হেরেছিল ভেট্টোরির বেঙ্গালুরু। সে মৌসুমে হায়দরাবাদে খেলেছিলেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান, তাদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছিলেন।

অস্ট্রেলিয়ার সহকারি কোচের দায়িত্ব পালন করছিলেন ভেট্টোরি
রয়টার্স

সাম্প্রতিক সময়টা হায়দরাবাদের মোটেও ভালো যাচ্ছে না। ২০২১ সাল থেকে এখন পর্যন্ত মাত্র ১৩টি ম্যাচ জিতেছে তারা, হেরেছে ২৯টি। ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রতি মৌসুমেই প্লে–অফ খেললেও এরপর আর পরের পর্বে যেতে পারেনি তারা। সর্বশেষ মৌসুমে ১৪ ম্যাচে মাত্র ৪টি জয় নিয়ে পয়েন্ট তালিকার সবার নিচে থেকে মৌসুম শেষ করতে হয়েছিল তাদের।

নতুন মৌসুমের আগে এ নিয়ে আইপিএলে ভেট্টোরি হলেন তৃতীয় নতুন কোচ। এর আগে অ্যান্ডি ফ্লাওয়ারকে সরিয়ে জাস্টিন ল্যাঙ্গারকে দায়িত্ব দেয় লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। সেই ফ্লাওয়ার আবার পরে সঞ্জয় বাঙ্গারের জায়গায় বেঙ্গালুরুর প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন