বিপিএলে ‘বুম বুম’ আফ্রিদি আর ক্যাচ ধরতে গিয়ে চিৎপটাং

বিপিএল চলছে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। আজ দুপুরে দিনের প্রথম ম্যাচে চিটাগং কিংসকে ৩৭ রানে হারিয়েছে খুলনা টাইগার্স। বিকেলে দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৩৪ রানের জয় পায় রংপুর রাইডার্স। আসুন, ছবির গল্পে দুটি ম্যাচের বিভিন্ন মুহূর্ত দেখে নিই—
১ / ১০
রহস্য–স্পিনে সফল হয়ে জাদুকরদের মতোই দুই হাত ছড়িয়ে দিলেন চিটাগং কিংসের স্পিনার আলিস আল ইসলাম। যেন বোঝালেন, বোলিংয়ে আসল ‘শো–ম্যান’ তো তিনিই!
শামসুল হক
২ / ১০
মাঠে ‘বুম বুম’! চিটাগং কিংসের ম্যাচের সময় মাঠে এসেছিলেন ফ্র্যাঞ্চাইজিটির শুভেচ্ছাদূত ও মেন্টর পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি
শামসুল হক
৩ / ১০
ক্যাচ ধরতে গিয়ে চিৎপটাং। খুলনার হয়ে ২২ বলে অপরাজিত ৫৯ করা মাহিদুল ইসলামের ক্যাচটা শেষ পর্যন্ত হাতে রাখতে পারেননি চিটাগংয়ের পারভেজ
শামসুল হক
৪ / ১০
অ্যাকশনে চিটাগংয়ের শামীম হোসেন। খেলেছেন ৩৮ বলে ৭৮ রানের দারুণ এক ইনিংস
শামসুল হক
৫ / ১০
যত দূর যায় চোখ...আসলে বল। ছক্কা মারার শট খেলার সময় মাহিদের চোখ সুদূরে
শামসুল হক
৬ / ১০
উদ্‌যাপনে সিলেট স্ট্রাইকার্সের দুই পেসার—আল আমিন ও তানজিম হাসান
শামসুল হক
৭ / ১০
বাধ্যানুগত! রংপুর রাইডার্স সতীর্থ খুশদিল শাহকে কিছু একটা বোঝাচ্ছিলেন অধিনায়ক নুরুল হাসান
শামসুল হক
৮ / ১০
হতাশা থেকে যদি দেখার মতো কিছু হয়, তাহলে হতাশাও ভালো! চার হজমের হতাশা প্রকাশে লাথি মেরে এমন অ্যাক্রোবেটিক দৃশ্যের জন্ম দিলেন ম্যাচসেরা রংপুর রাইডার্সের পেসার নাহিদ রানা
শামসুল হক
৯ / ১০
পতন! বল করার পর বোলিং মার্কে পা ফসকে এভাবেই পড়ে যান সিলেটের পেসার তানজিম হাসান
শামসুল হক
১০ / ১০
বিপিএল মাঠে, আকাশে শশী হাসে। মাঠে খেলা চলাকালীন ক্যামেরায় এভাবেই ধরা পড়ল চাঁদমামা
শামসুল হক