সৌম্যকে নিয়ে ইমার্জিং এশিয়া কাপের বাংলাদেশ দল

ইমার্জিং এশিয়া কাপের দলে ডাকা হয়েছে সৌম্য সরকারকেপ্রথম আলো

আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ইমার্জিং এশিয়া কাপের বাংলাদেশ দলে ডাকা হয়েছে সৌম্য সরকারকে। সাইফ হাসানের নেতৃত্বে ১৫ জনের দলে আছেন বাঁহাতি এই ওপেনার। ‘উদীয়মান’ হিসেবে দলে আছেন জাতীয় দলে খেলা মাহমুদুল হাসান, পারভেজ হোসেন, জাকির হাসান, মেহেদী হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী ও মোহাম্মদ নাঈমও।

২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সৌম্য। জাতীয় দলের বাইরে বিসিবির অধীন অন্য কোনো দলের হয়ে সর্বশেষ স্বীকৃত ক্রিকেট খেলেছেন সে বছরেরই মাঝামাঝি সময়ে, ‘এ’ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ১১ ইনিংসে সৌম্য করেন ২৯৩ রান। ছিল একটি সেঞ্চুরি। সে অর্থে প্রিমিয়ার লিগটা তেমন ভালো কাটেনি তাঁর।

অবশ্য সে টুর্নামেন্টে ভালো করে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা করে নিয়েছেন আফিফ হোসেন, মোহাম্মদ নাঈমরা। আগামী ১৪ জুলাই শুরু হতে যাওয়া ইমার্জিং এশিয়া কাপের দলেও আছেন নাঈম।

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাইফ হাসান
প্রথম আলো

৫০ ওভারের এ টুর্নামেন্টে বাংলাদেশ ইমার্জিং দল ছাড়াও খেলবে সাতটি দল। ইমার্জিং বা উদীয়মান দল বলা হলেও এখানে ওমান, সংযুক্ত আরব আমিরাত ও নেপালের দলের সঙ্গে খেলবে বাংলাদেশ, স্বাগতিক শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের ‘এ’ দল। বাংলাদেশের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ এবং ওমান।

আরও পড়ুন

১৪ জুলাই টুর্নামেন্টের প্রথম দিন শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিন খেলবে আফগানিস্তান এবং ওমানও। ২৩ জুলাই হবে ফাইনাল। তবে এখন পর্যন্ত কোনো ম্যাচেরই ভেন্যু চূড়ান্ত হয়নি।

২০১৯ সালে ছেলেদের সর্বশেষ ইমার্জিং এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে। মিরপুরের ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ।

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দল

সাইফ হাসান (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, জাকির হাসান (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদী হাসান, রকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান, রিপন মণ্ডল, মুশফিক হাসান, আকবর আলী, মোহাম্মদ নাঈম। রিজার্ভ: অমিত হাসান, সুমন খান, নাঈম হাসান ও হাসান মুরাদ।