ছক্কা মেরে জাওয়াদের সেঞ্চুরি, ৪ রানের জন্য দলের রেকর্ড মিস
৯৪ রানে ব্যাটিং করছিলেন বাংলাদেশ যুব দলের ওপেনার জাওয়াদ আবরার । এমন সময়ে শ্রীলঙ্কা যুব দলের অধিনায়ক বিমত দিনসারা বল তুলে দেন অনিয়মিত বোলার দুলনিত সিগেরাকে।
প্রথম বলে সিঙ্গেল নেওয়া জাওয়াদ আবার স্ট্রাইক পান ইনিংসের ৩৫তম ওভারের চতুর্থ বলে। সিগেরার করা পায়ের ওপর করা সেই বলটিকে ফ্লিকে ছক্কা মেরে তিন অঙ্কের ঘরে পৌঁছান জাওয়াদ।
ডানহাতি এই ওপেনারের সেঞ্চুরির ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব–১৯ দলকে ১৪৬ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল করেছিল ৮ উইকেটে ৩৩৬ রান। রান তাড়ায় শ্রীলঙ্কানরা ৩৮.৪ ওভারে অলআউট ১৯০ রানে। এই জয়ে ছয় ম্যাচের সিরিজে বাংলাদেশের যুবারা এগিয়ে গেছে ৩-১ ব্যবধানে। যার অর্থ, বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল সিরিজ হারছে না।
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজে এটি জাওয়াদের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১০৬ বলে ১৩০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। তৃতীয় ম্যাচে ৩৮ রানে হন রানআউট।
জাওয়াদের সামনে এখন যুবাদের সিরিজে তাওহিদ হৃদয়ের সেঞ্চুরির রেকর্ড ছোঁয়ার সুযোগ আছে। কোনো দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশ যুব দলের হয়ে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি হৃদয়ের। ২০১৯ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ছিল সেটি। জাওয়াদ রেকর্ড ছোঁয়ার জন্য পাবেন আরও দুই ম্যাচ।
আজ কলম্বোতে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান রিজান হাসান খেলেছেন ৭৭ বলে ৮২ রানের ইনিংস। শেষদিকে সামিউন বশির করেছেন ৮ বলে ২৩ ও আল ফাহাদ ৫ বলে ১৯ রান।
যুব ওয়ানডেতে এটিই বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। সর্বোচ্চ ৩৪০ রান তুলেছিল ২০১৯ সালে, শ্রীলঙ্কা যুব দলের বিপক্ষেই।
৩৩৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। ৬ রানেই হারায় দুই ওপেনারকে। সেখান থেকে ৩৬ রানে পৌঁছাতে আউট হন আরও দুজন। অধিনায়ক দিনসারার ফিফটিতে শ্রীলঙ্কার রান দুই শর কাছে যায়।
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের পেসার আল ফাহাদ ৪১ রানে নিয়েছেন ৩ উইকেট। এ ছাড়া বাঁহাতি স্পিনার সানজিদ ও অধিনায়ক আজিজুল হাকিম ২টি করে নিয়েছেন।