কলকাতার দর্শকদের ধন্যবাদ দিলেন বাবর

পাকিস্তান অধিনায়ক বাবর আজমছবি: এএফপি

ইডেন গার্ডেনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দর্শকদের প্রচুর সমর্থন মিলল পাকিস্তান দলের। সেই সমর্থনই যেন উজ্জীবিত করল শাহিন আফ্রিদি–মোহাম্মদ ওয়াসিম–উসামা মীরদের। বাংলাদেশকে ২০৪ রানে আটকে দিয়ে ৭ উইকেটে জিতে ইডেনের দর্শকদের ধন্যবাদ দিতে ভুললেন না বাবর আজম।

আরও পড়ুন

পাকিস্তান অধিনায়কের একটা আক্ষেপ ছিল আগের ম্যাচগুলোয়। কোনো ম্যাচেই বোলিং–ফিল্ডিং–ব্যাটিং একসঙ্গে ভালো করছিল না। যেদিন ব্যাটিং ভালো হচ্ছিল, সেদিন বোলিং খারাপ হচ্ছিল। যেদিন বোলিং ভালো, সেদিন ফিল্ডিং–ব্যাটিং হচ্ছিল বাজে।

বাংলাদেশকে হারানোর পর সাকিবের সঙ্গে হাত মেলাচ্ছেন বাবর
ছবি: এএফপি

আজ সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, লিটন দাসদের বিপক্ষে শাহিন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিমদের দারুণ বোলিংয়ের পাশাপাশি ফখর জামান, আবদুল্লাহ শফিকদের ব্যাটও কথা বলল। ফলে মিলল দারুণ এক জয়। ম্যাচ শেষে বাবর সে কথাই বললেন, ‘আমি আমার দলের খেলোয়াড়দেরই সব কৃতিত্ব দেব। আজ প্রতিটি বিভাগেই তারা ভালো করেছে। আমরা জানি, ফখর ফর্মে থাকলে কী অসাধারণ খেলে। ভালো লাগল, তাঁকে দারুণ খেলতে দেখে।’

আরও পড়ুন

টানা কয়েকটি ম্যাচে হার। দেশে চলছে তীব্র সমালোচনা। নানা বিতর্কে জেরবার দল ও দেশের ক্রিকেট। এমন একটা পরিস্থিতিতে বাবর জানালেন বিশ্বকাপের বাকি সময়টায় দলের লক্ষ্য, ‘আমরা এখন বাকি ম্যাচগুলো জেতার চেষ্টা করব। এরপর দেখা যাক, কোথায় গিয়ে দাঁড়াই। বাংলাদেশের বিপক্ষে আজকের এই জয় আমাদের বাকি ম্যাচগুলোয় আত্মবিশ্বাস জোগাবে।’

শাহিন, ওয়াসিমদের বোলিংয়েরও প্রশংসা ঝরেছে অধিনায়ক বাবরের কণ্ঠে, ‘বাংলাদেশ মাঝখানে, ১৫ থেকে ২০ ওভারের মধ্যে একটা জুটি গড়েছিল। শাহিন কিন্তু আজ বল হাতে শুরুটাই দারুণ করেছে। সেই জুটি আমাদের বোলাররা ভেঙেছে। বোলাররা সবাই জায়গামতো বোলিং করে উইকেট তুলে নিয়েছে।’