কোহলি–ডি ককের মেসি–এমবাপ্পে হওয়ার প্রশ্নে যা বললেন বাভুমা

কুইন্টন ডি কক ও বিরাট কোহলিবিসিসিআই

বিশ্বকাপের লিগ পর্বে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় একে অপরকে টেক্কা দিয়েছেন বিরাট কোহলি ও কুইন্টন ডি কক। তবে আজকে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সেমিফাইনালে রেকর্ড গড়া সেঞ্চুরির পর ডি কককে অনেকটাই ছাড়িয়ে গেছেন কোহলি। ভারতীয় এই ব্যাটসম্যানের রান এখন ১০ ম্যাচে ১০১.৫৭ গড়ে ৭১১ রান। তবে কোহলিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে ডি ককের সামনে।

আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে বড় ইনিংস খেলতে পারলে কোহলিকে টপকে যেতে পারেন ডি কক। প্রোটিয়া এ ওপেনারের রান ৯ ম্যাচে ৬৫.৬৬ গড়ে ৫৯১ রান।  আজ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে থাকা কোহলি-ডি ককের দ্বৈরথ নিয়ে কথা বলেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।

আরও পড়ুন

কোহলি-ডি ককের দ্বৈরথ গত বছর কাতার বিশ্বকাপে দেখা যাওয়া লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের দ্বৈরথের মতো কি না, এমন প্রশ্নের উত্তরে বাভুমা বলেছেন, ‘দেখুন, কুইন্টন আমাদের জন্য দুর্দান্ত ছিল। আমাদের সর্বোচ্চ রান সংগ্রাহকও সে। একপর্যায়ে সে বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহকও ছিল। আমার মনে হয় এটাই সবকিছু বলে দেয়।’

তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে ডি কক দলে অবদান রাখা নিয়ে বেশি ভাবেন মন্তব্য করে বাভুমা বলেছেন, ‘কুইন্টনকে যত দূর জানি সে এসবে খুব বেশি মনোযোগ দেয় বলে মনে হয় না। আমার ধারণা, তার সব মনোযোগ দলের জন্য আরও বেশি কীভাবে অবদান রাখা যায়, সেদিকে। আর আমি মনে করি পরিসংখ্যান হচ্ছে এই মানুষটি মাঠে যা করছে তার প্রতিফলন।’

কাতার বিশ্বকাপের ফাইনালে মেসি ও এমবাপ্পে
এএফপি

এরপর কোহলিকে নিয়েও কথা বলেছেন বাভুমা। আজ ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৭ রানের ইনিংস খেলে নিজেকে আরও ওপরে নিয়ে গেছেন কোহলি। এমনকি সর্বোচ্চ শতকে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে গেছেন কোহলি। ওয়ানডেতে তাঁর শতক এখন ৫০টি।

আরও পড়ুন

তাঁকে নিয়ে বাভুমা বলেছেন, ‘বিরাট কোহলি নিঃসন্দেহে অবিশ্বাস্য একজন খেলোয়াড়। কিংবদন্তিদের একজন হিসেবে সে তার জায়গা নিশ্চিত করেছে। আমি নিশ্চিত নই কোন বিষয়টি তাঁকে এত উজ্জীবিত করে! তবে নিজ দেশের বিশ্বকাপে সে নিশ্চিতভাবে দেশের মানুষের জন্য বিশ্বকাপটা জিততে চাইছে। আমার মনে হয় কুইন্টনও তা-ই করতে চায়।’