৫ উইকেট নেওয়ায় সতীর্থদের কৃতিত্ব দিলেন হাসান

টেস্ট ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট নিলেন হাসান মাহমুদএএফপি

রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। ব্যাটসম্যানরা আর ১৪৩ রান করতে পারলেই ঐতিহাসিক এক সিরিজ জয় নিশ্চিত করবে নাজমুল হোসেনের দল। বাংলাদেশের এ স্বপ্নকে বাস্তবায়নের ভিতটা আজ টেস্টের চতুর্থ দিনে গড়েছেন পেসার হাসান মাহমুদ।

গতকাল তৃতীয় দিনে শেষ বিকেলে পাকিস্তানের ওপেনার আবদুল্লাহ শফিক এবং ‘নাইট ওয়াচম্যান’ খুররম শেহজাদকে ফিরিয়ে স্বপ্নের যে ভিতটা হাসান গড়েছিলেন, আজ দিলেন পূর্ণতা। ইনিংসে ৫ উইকেট নেওয়ার পূর্ণতা!

আরও পড়ুন

হাসান আজ নিয়েছেন ৩ উইকেট। বিশেষ করে মধ্যাহ্ন বিরতির পর স্বাগতিকদের লেজটা তিনিই গুটিয়ে দিয়েছেন। পাকিস্তানের শেষ ৪ উইকেটের ৩টিই নিয়েছেন হাসান। আর এমন দুর্দান্ত বোলিংয়ে হাসান পেলেন টেস্ট ক্যারিয়ারে প্রথম ৫ উইকেটও। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি জানাতে গিয়ে সতীর্থদের ধন্যবাদ দিয়েছেন হাসান।

বোলিংয়ের পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে হাসান বলেছেন, ‘আসলে আমার সতীর্থদের কৃতিত্ব দেওয়া উচিত, যারা প্রতিটি বলের পেছনে অনেক পরিশ্রম করে। আর পরিকল্পনা আসলে খুবই সরল ছিল। নতুন বল হাতে নিয়ে চেষ্টা করতে হয়েছে লাইন অনুযায়ী বল করে যাওয়া, যে রকমটা অধিনায়ক এবং দল চেয়েছে। আমরা চেষ্টা করেছি নিজেদের পরিকল্পনা অনুযায়ী বল করে উইকেট তুলে নিতে।’

সতীর্থদের সঙ্গে হাসান মাহমুদের উদ্‌যাপন
এএফপি

রাওয়ালপিন্ডিতে এই দ্বিতীয় টেস্টে দারুণ এক কীর্তিও গড়েছেন বাংলাদেশের পেসাররা। এ সংস্করণে তাঁরা প্রথমবারের মতো প্রতিপক্ষের ইনিংসে নিয়েছেন সব কটি উইকেট। এ সাফল্যে নিজের ভূমিকা নিয়ে হাসান বলেছেন, ‘যখনই কোনো পেসারকে বল দেওয়া হয়, তখন পরিকল্পনা থাকে উইকেট নেওয়ার মতো বল কীভাবে করা যায় সেটা। যত বল করতে পারব, তত সফল হতে পারব। তাসকিন ভাই শুরু করেছিল দিনের প্রথম উইকেট দিয়ে। এরপর রানা দুর্দান্ত বল করেছে। হয়তো মোমেন্টামটা আমাদের দিকে শিফট করেছে। এরপর আমাকে বল দেওয়া হলো। আমিও আমার প্রক্রিয়ার মধ্যে ছিলাম। এ জন্যই উইকেটগুলো নিতে পেরেছি।’

আরও পড়ুন