বাংলাদেশ কি ভারতকে হারাতে পারবে

বাংলাদেশ ক্রিকেট দলছবি: এএফপি

এশিয়া কাপে সুপার ফোরে আজ নিজেদের শেষ ম্যাচে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়। এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায় আগেই নিশ্চিত হয়েছে বাংলাদেশের। পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরেছে সাকিব আল হাসানের দল। ভারতের বিপক্ষে জয় তুলে নিয়ে শেষটা রাঙাতে চায় বাংলাদেশ দল।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে শেষ ম্যাচটা জেতার ইচ্ছার কথা গতকালই জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। কিন্তু মাঠের খেলায় ভালো করতে পারছে না বাংলাদেশ। সুপার ফোরে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হারের পর শ্রীলঙ্কার কাছে হেরেছে ২১ রানে। রোহিত শর্মার ভারত আছে দুর্দান্ত ফর্মে। সুপার ফোরে পাকিস্তানকে ২২৮ রানে হারানোর পর শ্রীলঙ্কার বিপক্ষের ৪১ রানের জয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত। পাঠক, বাংলাদেশ কি আজ ভারতকে হারাতে পারবে?

ভোটে আপনার মত দিন।