বিশ্বকাপে প্রথম রাউন্ডে কখন কার খেলা

টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া ১৬ দলের অধিনায়কের সেলফিছবি: টুইটার

অস্ট্রেলিয়ায় এবার টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে ১৬ দল। তবে প্রথম রাউন্ডে টুর্নামেন্টের শুরুটা হচ্ছে ৮ দলের লড়াই দিয়ে।

প্রথম রাউন্ডের আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা, নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ডস। ‘বি’ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। প্রতিটি দল গ্রুপের বাকি তিন প্রতিপক্ষের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে।

দুটি গ্রুপ থেকে পয়েন্ট তালিকার সেরা দুটি দল জায়গা করে নেবে সুপার টুয়েলভে। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপের রানার্সআপ সুপার টুয়েলভে খেলবে ‘গ্রুপ–২’–এ। আর ‘গ্রুপ–১’–এ যোগ দেবে প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপের রানার্সআপ।

প্রথম রাউন্ডের খেলা হবে ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত, মোট ৬ দিন। ২২ অক্টোবর শুরু হয়ে যাবে সুপার টুয়েলভের খেলা।

প্রথম রাউন্ডের ১২ ম্যাচের সূচি দেখুন এখানে—

টি–টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডের সূচি
ছবি: প্রথম আলো