হারিয়ে যাওয়া ব্যাগি গ্রিন ফিরে পেলেন ওয়ার্নার

নিজের ক্যাপ হারিয়ে ফেলার পর শেষ টেস্টে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে নেওয়া নতুন একটি ক্যাপই পরেছেন ওয়ার্নারএএফপি

হারিয়ে গেছে—এমন ঘোষণা দেওয়ার চার দিন পর নিজের ব্যাগি গ্রিন বা টেস্ট ক্যাপগুলো ফিরে পেয়েছেন ডেভিড ওয়ার্নার। মেলবোর্ন থেকে সিডনিতে আসার পথে তাঁর ব্যাকপ্যাকটি খোয়া গিয়েছিল, যাতে ছিল তাঁর দুটি ব্যাগি গ্রিন।

ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা ওয়ার্নার ক্যাপ ফিরে পাওয়ার খবর ইনস্টাগ্রামের এক ভিডিওতে দিয়েছেন, যেখানে ক্যাপটি ধরে রেখে কথা বলতে দেখা গেছে তাঁকে। পাশাপাশি লিখেছেন, ‘আমি আপনাদের জানাতে পেরে খুশি ও স্বস্তি বোধ করছি যে আমার ব্যাগি গ্রিনগুলো ফিরে পেয়েছি। যেটি দারুণ সংবাদ।’

জানা গেছে, ওয়ার্নারের হারিয়ে যাওয়া ব্যাকপ্যাকটি পাওয়া গেছে সিডনিতে। অবশ্য সেটি ঠিক কীভাবে সিডনির হোটেলে এল, সেটি জানা যায়নি। তবে ক্যাপ ফিরে পাওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ওয়ার্নার, ‘সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আমি অনেক কৃতজ্ঞ। কানটাস (এয়ারলাইনস), পরিবহন কোম্পানি, আমাদের হোটেল ও টিম ম্যানেজমেন্ট। সবাইকে ধন্যবাদ।’ সঙ্গে ভিডিওতে তিনি বলেন, ‘যেকোনো ক্রিকেটারই জানে তাদের কাছে ক্যাপ কতটা বিশেষ কিছু। আমি এটি বাকি জীবনে মনে রাখব।’

এর আগে ইনস্টাগ্রামের এক ভিডিওতেই ক্যাপ হারিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন ওয়ার্নার। ২০১১ সালে টেস্ট অভিষেকের পাশাপাশি আরেকটি ক্যাপও ছিল তাঁর হারিয়ে যাওয়া ব্যাকপ্যাকে।

আরও পড়ুন

ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র বলেন, ‘যে ব্যাগে এগুলো ছিল, সেটি টিম হোটেলে পাওয়া গেছে ভেতরের সব জিনিসসহ। গত মঙ্গলবার থেকে বেশ কয়েকটি পক্ষের প্রচেষ্টা, একাধিক জায়গার সিসিটিভি ফুটেজ খোঁজার পরও খোয়া যাওয়া ব্যাগ কোথা থেকে কোথায় গেছে, সেটি অজানা।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেন, ‘ডেভিডের ক্যাপের হদিস পাওয়া গেছে, ব্যাপারটি অনেক স্বস্তির। এই খোঁজে সংশ্লিষ্ট সবাইকে অনেক ধন্যবাদ। আমরা কৃতজ্ঞ।’

মঙ্গলবার ব্যাগ হারিয়ে যাওয়ার খবর জানিয়ে ওয়ার্নার বলেছিলেন, কেউ সেটি পেয়ে ফেরত দিলে কোনো ঝামেলায় পড়তে হবে না তাঁকে। এমনকি ফিরিয়ে দেওয়া ব্যক্তিকে ব্যাকপ্যাক দেওয়ার কথাও বলেন তিনি, ‘যদি এই ব্যাকপ্যাকই আপনি চেয়ে থাকেন, আমার কাছে অতিরিক্ত একটা আছে। আপনি কোনো সমস্যায় পড়বেন না, শুধু আমার কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করুন। আপনি যদি ব্যাগি গ্রিন ফেরত দেন, আমি আপনাকে আমার এই ব্যাকপ্যাক খুশিমনে দিয়ে দেব।’

আরও পড়ুন

শেষ টেস্টে বেশ কয়েকটি ফটোশুটে ওয়ার্নার ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে নেওয়া নতুন একটি ক্যাপই পরেছেন। পাশাপাশি প্রথম ইনিংসে ফিল্ডিংয়ের সময়ও সেটি পরতে দেখা গেছে তাঁকে।

সিডনিতে প্রথম ইনিংসে ৬৮ বলে ৩৪ রান করে আগা সালমানের বলে আউট হয়েছেন ওয়ার্নার।