‘ওয়েস্ট ইন্ডিজকে ফিরিয়ে আনতে অনেক কিছু করতে হবে’

ইতিহাসে এবারই প্রথম ওয়েস্ট ইন্ডিজকে ছাড়াই হচ্ছে বিশ্বকাপআইসিসি

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে ঠিক পথে ফিরিয়ে আনতে গেলে ‘অনেক কিছু’ করতে হবে বলে মনে করেন কেমার রোচ। এবারের বিশ্বকাপে সুযোগ না পাওয়া প্রসঙ্গে হতাশা প্রকাশ করতে গিয়ে এমন বলেছেন ক্যারিবীয় পেসার।

ইতিহাসে এবারই প্রথম ওয়েস্ট ইন্ডিজকে ছাড়াই হচ্ছে বিশ্বকাপ। প্রথম দুই আসরের চ্যাম্পিয়নরা বাদ পড়েছে বাছাইপর্ব উৎরাতে না পেরে। আগের তিনটি বিশ্বকাপেই খেলা রোচ স্বাভাবিকভাবেই এতে হতাশ। তবে এর মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এখনকার চিত্রটাও ফুটে ওঠেছে বলে মনে করেন ৯৫টি ওয়ানডে খেলা রোচ।

উইজডেন ক্রিকেট উইকলি পডকাস্টকে কেমার রোচ বলেন, ‘আমি জানি, ছেলেরা এতে হতাশ। কিন্তু আমাদের ওখানে ক্রিকেটের উন্নতি করতে কী করতে হবে, এটিই আসলে তার অনেক কিছু বলে দেয়। সত্যি বলতে কী, আমাদের ক্রিকেটের মান ও অবকাঠামো তেমন ভালো নয়। অনেক কিছু করতে হবে।’

সে জন্য দ্রুতই উদ্যোগ নিতে হবে বলেও মনে করেন তিনি, ‘সবাইকে বসতে হবে। সিরিয়াস আলোচনা করতে হবে এসব বাস্তবায়ন করতে গেলে। তবে শুধু কথা বললে হবে না, ক্যারিবীয় অঞ্চলে ক্রিকেটের উন্নতি করতে হলে কাজ করতে হবে। এটি (বিশ্বকাপে সুযোগ না পাওয়া) আসলে চোখ খুলে দেওয়ার মতো।’

বিশ্বকাপের বাছাইপর্ব পেরোতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ
আইসিসি

এবার ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পায়নি ওয়েস্ট ইন্ডিজ, এর আগের দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাদের পারফরম্যান্স ছিল নিম্নমুখী। রোচ টেনেছেন সে প্রসঙ্গও, ‘অবশ্যই সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে যে ভুগতে হয়েছে, সেগুলো আসলে আমাদের ওখানে কী হচ্ছিল, সেটির একটা বহিঃপ্রকাশ। এখন তো এটা প্রকাশ্য, সবাই দেখছেন। আমি সত্যিই আশা করি, পরের চার বছরে যাঁরা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের দায়িত্বে আছেন, তাঁরা বসবেন। সত্যিকার আলোচনা করবেন। আর ক্রিকেটের উন্নতিতে এসব কথার বাস্তবায়ন করবেন। অনেক কিছুই করতে হবে। অনেক সহজ–সরল ব্যাপারই করতে হবে।’

কী করতে হবে, সে ব্যাপারেও কিছুটা পরামর্শ দিয়েছেন রোচ। তাঁর মতে, ‘কাজগুলো তো সহজই। পিচের উন্নতি লাগবে। আমরা আমাদের ফাস্ট বোলারদের জন্য পরিচিত, আমাদের প্রজন্মের অনেক আগে থেকেই। এখানে অনেক মেধা আছে। মেধাবীরা উন্নতি করতে চায়, আরও ভালো করতে চায়। তবে আমাদের অবকাঠামো নেই। এসব করার মতো পিচ নেই। ফলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রেসিডেন্ট বা নেতৃত্বে থাকলে অবশ্যই এটিই আমার প্রথম কাজ হতো।’

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে ঠিক পথে ফেরাতে কী করতে হবে, সে ব্যাপারেও কিছুটা পরামর্শ দিয়েছেন রোচ
ছবি: প্রথম আলো

৩৫ বছর বয়সী রোচ কথা বলেছেন টেস্ট ক্রিকেট নিয়েও। তরুণ প্রজন্মের মাঝে এ সংস্করণ নিয়ে ভালোবাসা এরই মধ্যে হারিয়ে গেছে বলেও মনে করেন ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম সর্বোচ্চ উইকেটশিকারি, ‘সত্যি বলতে কী, এরই মধ্যে হারিয়ে গেছে (টেস্ট ক্রিকেটের প্রতি ভালোবাসা)। তরুণ প্রজন্মের অনেকেই টি-টোয়েন্টিতে আগ্রহী, এটি নিয়েই রোমাঞ্চিত। এখন যারা তরুণ, পেশাদার ক্রিকেটার। তাদের কয়েকজনকে আমি চিনি, যাদের কাছে টেস্ট ক্রিকেট ঠিক বাস্তবসম্মত নয়।’

সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে এখন ইংল্যান্ডে আছেন রোচ। এ মৌসুমে ডিভিশন ওয়ানের শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে গেছে রোচের দল।