ব্রড বনাম ওয়ার্নার: অধ্যায় ১৭, সঙ্গে স্মিথের অনন্য রেকর্ড

আরেকবার ব্রডের শিকার ওয়ার্নাররয়টার্স

স্টুয়ার্ট ব্রডকে দুঃস্বপ্নে দেখেন ডেভিড ওয়ার্নার? দেখতেই পারেন!

ব্রড বোলিংয়ে আসবেন। এসে ওয়ার্নারের উইকেট নেবেন। যেন অলিখিত নিয়ম হয়ে গেছে সেটি। হেডিংলি টেস্টের প্রথম ইনিংসের পঞ্চম বলেই ঘটেছে এমন। এরপর আজ দ্বিতীয় দিন, অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে আবার ঘটল সেটি! আবারও ব্রডের শিকার ওয়ার্নার!

১৭
ডেভিড ওয়ার্নারকে ১৭তমবার আউট করলেন স্টুয়ার্ট ব্রড।

ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলটি রাউন্ড দ্য উইকেট থেকে করেছিলেন ব্রড। ভেতরে ঢোকা বলে মিড অনের দিকে খেলতে গিয়ে স্লিপে ধরা পড়েন ওয়ার্নার। ক্যারিয়ারে এ নিয়ে ১৭তমবার ব্রডের শিকার হলেন ওয়ার্নার।

কোনো বোলারের বলে একজন ব্যাটসম্যানের সর্বোচ্চ আউট

মনে না করিয়ে দিলেও হয়তো চলে—ক্যারিয়ারে আর কোনো বোলারের বলে এতবার আউট হননি ওয়ার্নার। দ্বিতীয় সর্বোচ্চ ১১ বার তাঁকে আউট করেছেন ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

১০
প্যাট কামিন্সের বলে দশমবার আউট হলেন জো রুট।

তবে নজর যখন ব্রড-ওয়ার্নারের দিকে, তখন জো রুট একের পর এক শিকার হচ্ছেন প্যাট কামিন্সের বলে। হেডিংলির দ্বিতীয় দিনের দ্বিতীয় বলেই কামিন্সের লাফিয়ে ওঠা বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন রুট। লর্ডস টেস্টের দ্বিতীয় দিনের পর আবার কামিন্স আউট করলেন রুটকে।

ক্যারিয়ারে এ নিয়ে দশমবার কামিন্সের বলে আউট হলেন রুট। আর কোনো বোলারের বলে এতবার আউট হতে হয়নি ইংল্যান্ডের সাবেক অধিনায়ককে।

জো রুট: কোন বোলারের বল কয়বার আউট (সেরা ৫)

২০১৭ সালের অ্যাশেজে ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে কামিন্সের বলে প্রথমবার আউট হন তখনকার ইংল্যান্ড অধিনায়ক রুট। সে ইনিংসে হয়েছিলেন এলবিডব্লিউ। তখন পর্যন্ত ক্যারিয়ারে সবচেয়ে বেশি পাঁচবার রবীন্দ্র জাদেজার বলে আউট হয়েছিলেন রুট। জাদেজা অবশ্য রুটকে সবচেয়ে বেশিবার আউট করা বোলারদের তালিকায় এখন শীর্ষ পাঁচেও নেই। এ তালিকায় একমাত্র স্পিনার নাথান লায়ন।

প্যাট কামিন্সের বলে আউট হয়ে ফিরছেন জো রুট
রয়টার্স
উইকেটকিপারের বাইরে ফিল্ডার হিসেবে অ্যাশেজের এক ইনিংসে ৫টি ক্যাচ নেওয়া প্রথম ব্যক্তি হলেন স্টিভেন স্মিথ

হেডিংলিতে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। ৬ উইকেটের ৩টিই এসেছে স্টিভ স্মিথের ক্যাচের মাধ্যমে। এর বাইরে আরও দুটি ক্যাচ নিয়েছেন স্মিথ। আর তাতেই ইংল্যান্ড-অস্ট্রেলিয়া দ্বৈরথের অনন্য এক কীর্তি হয়ে গেছে স্মিথের।

অ্যাশেজে এর আগে এক ইনিংসে ১৫ বার উইকেটকিপার ছাড়া অন্য কোনো ফিল্ডারের ৪টি ক্যাচ নেওয়ার কীর্তি ছিল। স্মিথ আজ প্রথম ফিল্ডার হিসেবে এক ইনিংসেই নিলেন ৫টি ক্যাচ।

ক্যাচ নেওয়ার ক্ষেত্রে অনন্য এক কীর্তি গড়লেন স্মিথ
রয়টার্স
৬০০০ ও ১৫০
৬ হাজার রান ও ১৫০ উইকেটের ডাবলে প্রথম ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস।

চার বছর আগে যে ইনিংস খেলেছিলেন, ঠিক ততটা প্রভাববিস্তারী না হলেও বেন স্টোকস আবারও খেলেছেন গুরুত্বপূর্ণ ইনিংস। ৮০ রানের ইনিংসের পথে ইংল্যান্ড অধিনায়ক ক্যারিয়ারে ৬ হাজার রান পূর্ণ করে ফেলেছেন। ৬ হাজার রান ও ১৫০ উইকেটের ডাবল নেওয়া প্রথম ইংলিশ ক্রিকেটার হয়ে গেলেন স্টোকস। স্টোকসের উইকেট ১৯৭টি। যদিও ক্যারিয়ারে ৫ হাজার রান করা ইয়ান বোথামের উইকেট ৩৮৩টি।