৪ নম্বরে উঠে ক্যারিয়ার শেষ করলেন ব্রড

ইংল্যান্ডকে জেতানোর সুখস্মৃতি নিয়ে বর্ণাঢ্য ক্যারিয়াকে বিদায় বলেছেন স্টুয়ার্ট ব্রডছবি : ইসিবি

স্টুয়ার্ট ব্রড নিজেকে নিয়ে গর্ব করতেই পারেন!

ইংলিশ এই পেসারের চাওয়া ছিল দারুণ ফর্মে থেকেই ক্রিকেটকে বিদায় বলবেন। সেটা যে তিনি ভালোভাবেই পেরেছেন, তার প্রমাণ আইসিসি প্রকাশিত এই সপ্তাহের টেস্ট র‌্যাঙ্কিং। সদ্য সমাপ্ত অ্যাশেজে দুর্দান্ত পারফরম্যান্স তাঁকে আইসিসির টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে নিয়ে এসেছে ৪ নম্বরে।

অর্থাৎ টেস্ট ইতিহাসের পঞ্চম সফলতম বোলার ক্যারিয়ার শেষ করলেন টেস্ট র‍্যাঙ্কিংয়ে ৪ নম্বরে থেকে। টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন।

টেস্টে শীর্ষ পাঁচ ব্যাটসম্যান

টেস্টে ব্যাটসম্যানের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন ব্রডের সতীর্থ জো রুট। এই তালিকায় তাঁর সামনে শুধু চোটের কারণে বাইরে থাকা কেইন উইলিয়ামসন। পাকিস্তান-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি করে ২৭ ধাপ এগিয়েছেন পাকিস্তান ওপেনার আবদুল্লাহ শফিক, এখন তিনি ২১ নম্বরে।

এবারের অ্যাশেজের তুলনা হচ্ছে ২০০৫ সালের সঙ্গে, যেটিকে ইতিহাসের অন্যতম সেরা অ্যাশেজ হিসেবে ধরা হয়। এবার ২-০-তে পিছিয়ে থাকা ইংল্যান্ড ঘুরে দাঁড়িয়ে ২-২ সিরিজ ড্র করে। ইংল্যান্ডের এই দারুণ প্রত্যাবর্তনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অ্যাশেজ দিয়েই ক্রিকেটকে বিদায় বলা ব্রড। সিরিজে নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ২২ উইকেট। ওভালে অ্যাশেজের শেষ টেস্টে অস্ট্রেলিয়ার শেষ উইকেটটাও নিয়েছেন এই ব্রড। দুই ইনিংস মিলিয়ে সেই টেস্টে নিয়েছেন ৪ উইকেট। তাতে ৫ রেটিং পয়েন্ট বেড়ে ৭৭৬ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে ব্রড।

টেস্টে শীর্ষ পাঁচ বোলার

দুর্দান্ত সিরিজ কেটেছে ক্রিস ওকস ও মার্ক উডেরও। সেটার ছাপ পড়েছে র‌্যাঙ্কিংয়েও। দুই ধাপ এগিয়ে ২১ নম্বরে আছেন উড, ওকস এগিয়েছেন আট ধাপ, এসেছেন ২৩ নম্বরে। সিরিজে ৩৬৩ রান করে দুই ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা নবম স্থানে হ্যারি ব্রুক।

টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের প্রথম সিরিজে ২৯ বছর পর শ্রীলঙ্কাকে ধবলধোলাই করে পাকিস্তান। ২-০ ব্যবধানে জয় পাওয়া সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ইনিংস ও ২২২ রানে হারায় পাকিস্তান।

টেস্টে শীর্ষ পাঁচ অলরাউন্ডার

বড় জয়ের পথে ডাবল সেঞ্চুরি করেন শফিক, সেঞ্চুরি করেন আগা সালমানও। টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ২১ নম্বরে চলে আসা শফিকের রেটিং পয়েন্ট ৬৫৭। ২৩ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে সালমান।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ৭ উইকেট নিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন স্পিনার কুলদীপ যাদব। সিরিজে ১৮৩ রান করে ১৫ ধাপ এগিয়ে ৪৫ নম্বরে উঠে এসেছেন ইশান কিষান।