শ্রীলঙ্কাকে কি হারাতে পারবে বাংলাদেশ

ক্যান্ডিতে অনুশীলনে বাংলাদেশ দলছবি: বিসিবি

বাংলাদেশের এশিয়া কাপ শুরু হচ্ছে আজ। ক্যান্ডির পাল্লেকেল্লে স্টেডিয়ামে আজ স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। গত কয়েক বছরে এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ বেড়েছে। আজও তেমন একটি লড়াই দেখার আশা দর্শকদের।

২০১৭ সালের মার্চ থেকে যদি হিসাব করা হয়, বাংলাদেশ ও শ্রীলঙ্কা ১৩টি ওয়ানডে খেলেছে। ফলাফল না হওয়া একটি ম্যাচ বাদ দিলে বাকি ১২টি ম্যাচে বাড়তি প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজই চোখে পড়ে। ৫টিতে জিতেছে বাংলাদেশ, ৭টিতে শ্রীলঙ্কা। আর এশিয়া কাপে শ্রীলঙ্কা এশিয়া কাপের ছয়বারের চ্যাম্পিয়ন, অন্যদিকে বাংলাদেশ তিনবার ফাইনালে উঠেও ট্রফি ছুঁয়ে দেখতে পারেনি। তবে বাংলাদেশও চাইবে বিশ্বকাপের বছরে এশিয়া কাপে যতটা সম্ভব ভালো খেলে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে। গতকাল সাকিবের কথায়ও সেটিরই প্রতিফলন ছিল, ‘টি-টোয়েন্টিসহ গত চার-পাঁচটি এশিয়া কাপে আমরা ভালো করেছি। তিনটা ফাইনাল খেলেছি। এই টুর্নামেন্টে আমরা ধারাবাহিকভাবেই ভালো খেলছি।’

অনুশীলনে শ্রীলঙ্কা দল
ছবি: এএফপি

বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলেই চোটের ধাক্কা আছে। পেসার ইবাদত হোসেন আগে থেকেই দলে নেই। জ্বরে পড়ে লিটন দাস বেরিয়ে গেছেন দল থেকে। একই সমস্যায় পড়েছে শ্রীলঙ্কাও। চোট-আঘাতের কারণে দলে নেই চার নিয়মিত ক্রিকেটার—লেগ স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা, পেসার দুষ্মন্ত চামিরা, লাহিরু মাদুসানকা ও লাহিরু কুমারা। ফ্লুতে আক্রান্ত দুই বছর পর দলে ফেরা কুশল পেরেরাও। যাহোক, আজকের ম্যাচে জিতবে কোন দল? শ্রীলঙ্কা, না বাংলাদেশ?

প্রিয় পাঠক, ভোটে আপনার মত দিন।