মোস্তাফিজকে ‘কোচ’ মেনে ‘টিপস’ চাইলেন ভারতের পেসার

আইপিএলে এবার দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন মোস্তাফিজুর রহমানছবি: টুইটার

মোস্তাফিজুর রহমান এখন ইংল্যান্ড সফরে যাওয়া বাংলাদেশ দলের সঙ্গে আছেন। দুই দিন আগেই আইপিএল ছেড়ে উড়াল দেন ইংল্যান্ডের পথে এবং সে কথা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া পোস্টে জানিয়েও দেন বাংলাদেশের এই পেসার। সে পোস্টেই ভক্তরা আবিষ্কার করেছেন মোস্তাফিজের নতুন পরিচয়—ভারতের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা এবং আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের পেসার চেতন সাকারিয়ার ‘কোচ’ মোস্তাফিজ!

আরও পড়ুন

ভ্রু কুঁচকে তোলার আগে পুরোটা পড়ুন। ইনস্টাগ্রামে দুই দিন আগে বিমানে তোলা একটি ছবি পোস্ট করেন মোস্তাফিজ। দিল্লি ক্যাপিটালসের এই পেসার ক্যাপশনে লেখেন, ‘এখন জাতীয় দলে দায়িত্ব পালনের সময়। বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে যাচ্ছি। বাংলাদেশ দলকে আপনাদের প্রার্থনায় রাখবেন।’

মোস্তাফিজের সেই পোস্টে চেতন সাকারিয়ার মন্তব্য
ছবি: ইনস্টাগ্রাম (স্ক্রিনশট)

ইংল্যান্ডের চেমসফোর্ডে ৯ মে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সিরিজ খেলতে যাওয়ার পথে দেওয়া মোস্তাফিজের পোস্টের নিচে মন্তব্য করেন তাঁর দিল্লি–সতীর্থ চেতন সাকারিয়া। মোস্তাফিজের মতো চেতনও বাঁহাতি পেসার। স্বাভাবিকভাবে একই নেটে অনুশীলনের সময় দুজনের মধ্যে বোলিংয়ের কলাকৌশল নিয়ে আলাপ হওয়ার কথা। সম্ভবত সে কারণেই মোস্তাফিজের পোস্টে চেতনের মন্তব্য, ‘শুভকামনা, কোচ। কিছু টিপস (পরামর্শ) পাঠাবেন।’

আরও পড়ুন
আরও পড়ুন

অর্থাৎ, মজার ছলে মোস্তাফিজকে কোচ মেনেছেন চেতন সাকারিয়া। কে জানে, বাস্তবেও সেটাই মনে করেন কি না। আইপিএলে অভিজ্ঞতায় চেতনের চেয়ে এগিয়ে মোস্তাফিজ। ২০১৬ সালে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে পা পড়ে মোস্তাফিজের।

চেতন আইপিএলে এসেছেন ২০২১ সালে। গত আইপিএলে দিল্লির হয়ে নতুন বলে জুটি বেঁধে বোলিং করেছেন দুজন। মোস্তাফিজ এবার দিল্লির হয়ে মাত্র ২ ম্যাচ খেলেছেন। ৭৯ রানে নিতে পেরেছেন ১ উইকেট। চোটের কারণে চেতন খেলতে পেরেছেন মাত্র ১ ম্যাচ।