পাকিস্তান কারাগারের মতো, এ কথা বলেননি ডুল

নিউজিল্যান্ডের সাবেক পেসার ও ধারাভাষ্যকার সাইমন ডুলছবি: টুইটার

কয়েক দিন ধরে বারবার বিতর্কের মুখে পড়ছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার ও ধারাভাষ্যকার সাইমন ডুল। পিএসএলে ধারাভাষ্য দিতে গিয়ে ‘বাবর আজম ব্যক্তিগত মাইলফলকের জন্য খেলেন’ বলে তুলে রীতিমতো তোপের মুখে পড়েছিলেন। শুধু তা-ই নয়, ধারাভাষ্যের সময় পর্দায় দেখানো কয়েকজন নারীকে নিয়ে মন্তব্য করেও সমালোচিত হয়েছিলেন।

নিউজিল্যান্ডের সাবেক পেসার পিএসএলের পর ধারাভাষ্য দিচ্ছেন আইপিএলে। সেখানেও বিরাট কোহলির বিপক্ষে বাবর আজমের মতোই অভিযোগ তুলেছিলেন। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হারের পর ডুল বলেছেন, কোহলি ফিফটি করার জন্য কয়েকটি বল নষ্ট করেছেন বলেই ম্যাচটা হেরেছে বেঙ্গালুরু।

এবার আরও এক বড় এক বিতর্কের জন্ম দিয়েছেন ডুল। সম্প্রতি পাকিস্তানের জিও নিউজের এক খবরে বলা হয়,  ডুল নাকি বলেছেন, ‘পাকিস্তানে বাস করা কারাগারে বাস করার মতোই।’ ডুলের এই মন্তব্য পাকিস্তানে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কিউই ধারাভাষ্যকার অবশ্য পুরো ব্যাপারটিই অস্বীকার করেছেন।

আরও পড়ুন

নিজের ইনস্টাগ্রামে পোস্ট করা একটি স্টোরিতে গ্রাফিক আকারে জিও নিউজে তাঁর নামে প্রকাশিত একটি মন্তব্য তুলে ধরেছেন ডুল। মন্তব্যটি হচ্ছে, ‘পাকিস্তানে বাস করা কারাগারে বাস করার মতোই। আমাকে সেখানে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। কারণ, বাবর আজমের ভক্তরা নাকি আমার জন্য বাইরে অপেক্ষা করছিল। আমি পাকিস্তানে না খেয়ে বেশ কিছু দিন কাটিয়েছি। এমনকি আমাকে মানসিক অত্যাচারেরও শিকার হতে হয়েছে। ঈশ্বরের অশেষ করুণায় আমি শেষ পর্যন্ত পাকিস্তান ত্যাগ করতে পেরেছি।’

আরও পড়ুন

জিও নিউজে প্রকাশিত এই মন্তব্য অস্বীকার করেছেন ডুল, ‘এমন মন্তব্য আমি কখনোই করিনি। সংবাদটা পুরোপুরি ভুয়া। আমি পাকিস্তানে আমার সময়টা দারুণ কাটিয়েছি। এখন ভারতে যেমন ভালো সময় কাটাচ্ছি, ঠিক তেমনি পাকিস্তানে আমার সময়টা ছিল আনন্দময়। হতাশাগ্রস্ত ব্যক্তিরা, দয়া করে নিজেদের ঘৃণাটা প্রকাশের জন্য আমাকে ব্যবহার করা বন্ধ করুন।’

যুক্তরাজ্যভিত্তিক পাকিস্তানি সাংবাদিক সাজ সাদিকও জানিয়েছেন ডুলের সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন, জিও নিউজ তাঁকে উদ্ধৃত করে যে সংবাদ প্রকাশ করেছে, সেটি পুরোপুরি ভুয়া। তিনি পাকিস্তানকে খুবই ভালোবাসেন। পাকিস্তানে যখন গিয়েছিলেন, তিনি সময়টা দারুণ উপভোগ করেছেন।

আরও পড়ুন

ভুল উদ্ধৃতির ব্যবহার কিছুদিন আগে আইপিএলেও বিতর্ক ছড়িয়েছে। চেন্নাই সুপার কিংসের বোলার তুষার দেশপান্ডের একটি মন্তব্য বিতর্ক ছড়ায়। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে একটি ম্যাচে রোহিত শর্মাকে আউট করা নিয়ে তুষার নাকি বলেছিলেন, ‘রোহিত শর্মাকে আউট করা খুবই সহজ। তিনি বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের মতো নন।’

আরও পড়ুন